North 24 Pargana News : সিগারেটের ছ্যাঁকা, রড দিয়ে মার, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের মাসুল, পৈশাচিক অত্যাচারের শিকার তরুণী!
ইভেন্টের কাজ পাইয়ে দেওয়ার টোপ নিয়ে তরুণীর উপর পাশবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। একদিন - দুই দিন নয়। টানা কয়েক মাস ধরে চলে এই নির্যাতন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সোশাল মিডিয়ার বন্ধুকে বিশ্বাস করে ফেলার ভয়ঙ্কর মূল্য চোকাতে হল সোদপুরের তরুণীকে। কাজের প্রয়োজন ছিল। তাই সোশ্যাল মিডিয়ার বন্ধুর ওপর ভরসা করে ফেলেছিলেন। আর সেটাই হল কাল। 'বন্ধু'র কথায় বিশ্বাস করে চলে এসেছিলেন তাঁর বাড়িতে। ভাবতেও পারেননি সেখানে কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তাঁর জন্য। ইভেন্টের কাজ পাইয়ে দেওয়ার টোপ নিয়ে তরুণীর উপর পাশবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। একদিন - দুই দিন নয়। টানা কয়েক মাস ধরে চলে এই নির্যাতন।
সোশাল সাইটে ডোমজুড়ের বাসিন্দা আরিয়ান খানের সঙ্গে আলাপ হয় তরুণীর। নির্যাতিতার দাবি, ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাঁকে কাজের প্রস্তাব দেয় অভিযুক্ত। বন্ধুকে বিশ্বাস করে তার বাড়িতে যান তিনি। সেখানে তাঁকে পানশালায় নাচের প্রস্তাব দেয় অভিযুক্ত ও তার মা। তরুণী রাজি না হওয়ায় শুরু হয় অমানবিক নির্যাতন। শুধু তাই নয়, ঘরের কাজ, শারীরিক অত্যাতার, রড দিয়ে বেদম মার...সবই চলত। বারে কাজ করতে না চাওয়ায় চুল মুড়িয়ে কেটে দেওয়া হয় তরুণীর। বাড়িতে বা বাইরের কারো সঙ্গে যাতে যোগাযোগ করতে না-পারে, তাই কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনটাও। একটু এদিন-ওদিক হলেই উত্তম-মধ্যম তো ছিলই।
নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে ইভেন্টে কাজ দেওয়ার কথা বলে আরিয়ান খান। তারপর তাঁকে বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাঁকে বলে দেওয়া হয়, ইভেন্টের কাজ নয়, পানশানায় নাচতে হবে। মেয়ে রাজি হননি। আপত্তি করতেই শুরু হয় অত্যাচার। কাটারি দিয়ে, লোহা দিয়ে মারত তারা। মারতে মারতে ভেঙে দেওয়া হয় কোমর। সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় শরীরে। কয়েক মাস ডোমজুড়ে বন্দি থাকার পরে কোনও রকমে প্রাণ বাঁচিয়ে শুক্রবার বাড়িতে পালিয়ে আসেন তরুণী। নির্যাতিতার মা জানান, আরিয়ানের দিদার সাহায্যেই ওই শত্রুপুরী থেকে বেরোতে সক্ষম হন তরুণী।
ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ পাইয়ে দেওয়ার নামে পাশবিক নির্যাতন চলল মাসের পর মাস, খবরও পেল না বাড়ির লোক। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সোশ্য়াল মিডিয়ায় বন্ধুত্বের কালো দিকটি। আসল পরিচয় যাচাই না করেই মেলামেশা কতটা বিপদ ডেকে আনতে পারে।






















