Sonarpur: ছিনতাইবাজদের কবলে স্কুলছাত্র, চোখে স্প্রে করে মোবাইল লুট
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুরের রামচন্দ্রপুর এলাকায়।
রঞ্জিত হালদার, সোনারপুর (দক্ষিণ ২৪ পরগনা): টিউশন সেরে ফেরার পথে, ছিনতাইবাজদের কবলে পড়লেন এক স্কুলছাত্র। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুরের রামচন্দ্রপুর এলাকায়।
একাদশ শ্রেণির ওই ছাত্রের অভিযোগ, তিন বাইক আরোহী রাস্তা আটকে ফোন করার অছিলায় মোবাইল ফোনটি চায়। রাজি না হওয়ায় ছাত্রের চোখে তরলজাতীয় কিছু ছুড়ে দুষ্কৃতীরা মোবাইল ফোন কেড়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আক্রান্ত ছাত্রকে। পরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। দুষ্কৃতীরা অধরা। এই ঘটনায় আতঙ্কে ছাত্রের পরিবার।
অন্যদিকে, শনিবার রাতে গুলি করে এক যুবককে খুনের অভিযোগ উঠল। ভাটপাড়ার বড় শ্রীরামপুরের ঘটনা। জানা গিয়েছে, স্কুটারে এসে ২ দুষ্কৃতীর হামলা ওই যুবকের ওপর হামলা চালায়। এরপর গুলি করে খুন করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পাওনা টাকা নিয়ে গন্ডগোলের জেরেই খুন। গতকাল কুলটির বরাকরে ভরসন্ধেয় শ্যুটআউটের ঘটনা ঘটে। এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে দুস্কৃতীরা। এরপর হাসপাতালে মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবকের। বরাকর বাজার সংলগ্ন এলাকায় নির্মীয়মান বাড়িতে এই ঘটনাটি ঘটে। গতকালই বন্ধুদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছিল পরিবার।
এরপর আজ বরাকরে যুবককে গুলি করে খুনে নতুন তথ্য সামনে আসে। মাদক ব্যবসায় আসতে না চাওয়ায় ছেলেকে খুন। অভিযোগ করেন মৃত যুবকের বাবা। শ্যুটআউটের পর আজও সারাদিন থমথমেই ছিল বরাকর। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি বরাকরে শ্যুটআউট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের মদতেই মাদক কারবার, অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে পুলিশ তদন্তে সত্যি সামনে আসবে বলে অভিযোগ অস্বীকার করে দাবি করেছে তৃণমূল।
অন্যদিকে, বরাকরে যুবককে গুলি করে খুনে নতুন তথ্য। মাদক ব্যবসায় আসতে না চাওয়ায় ছেলেকে খুন। অভিযোগ মৃত যুবকের বাবার। শ্যুটআউটের পর থমথমে বরাকর। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি বরাকরে শ্যুটআউট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের মদতেই মাদক কারবার, অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে পুলিশ তদন্তে সত্যি সামনে আসবে বলে অভিযোগ অস্বীকার করে দাবি করেছে তৃণমূল।