South 24 Pargana: বাসন্তীতে ভোটের আগের দিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী
South 24 Pargana News: এছারাও এলাকার প্রায় শতাধিক বিজেপি প্রার্থী জোড়া ফুলের পতাকা এদিন হাতে তুলে নেন। তৃণমূলের উন্নয়নের কথা মাথায় রেখেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি।
শান্তনু নস্কর, বাসন্তী: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিধানসভা নির্বাচনের প্রার্থী সহ শতাধিক কর্মী। পঞ্চায়েত নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগেই বিজেপিতে ভাঙন। এবার বাসন্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির গত বিধানসভা ভোটের প্রার্থী রমেশ মাঝি। রমেশ ছাড়াও নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৩৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী সন্ধ্যা মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
এছারাও এলাকার প্রায় শতাধিক বিজেপি প্রার্থী জোড়া ফুলের পতাকা এদিন হাতে তুলে নেন। তৃণমূলের উন্নয়নের কথা মাথায় রেখেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি নবাগত তৃণমূল কর্মীদের। যদিও এই দাবি মানতে চাননি বাসন্তী ব্লকের বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই যেভাবে শাসকদল বিজেপি কর্মী, প্রার্থীদের উপর হামলা করছে তাতে এই বিজেপি কর্মী, প্রার্থীরা বাধ্য হয়েই তাঁদের কাছে আত্মসমর্পণ করেছে।
ভোটের আগের দিন গুলিতে মৃত ব্যবসায়ী
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগের দিন একে অপরের গুলিতে মৃত ব্যবসায়ী, আহত এক। পলাতক তাঁদের এক সঙ্গী। ব্যবসায়িক বিবাদের জেরেই খুন বলে অনুমান পুলিশের। ঘটনাস্থল থেকে উদ্ধার ২টি বাইক, একটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলির খোল। শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা।
ঘাসজমিতে ঘাড় গোঁজা অবস্থায় পড়ে আছে একটি দেহ। পাশে মোটরবাইক। রক্তে ভিজে গিয়েছে গোটা শরীর। বাঁ হাতের উল্কি করা অংশের চামড়া উঠে গিয়েছে অনেকটা। গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন।
শনিবার রাজ্যে (West BENGAL) পঞ্চায়েত ভোট। তার আগে শুক্রবার সকালে এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁর বিলের মাঠ এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, গুলির শব্দ শুনে তাঁরা ছুটে এই ঘটনা দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মৃতের দেহ উদ্ধার করে। আহতকে নিয়ে যাওয়া হয় জীবনরতন ধর মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে পাঠানো হয় আরজি করে। ভোটের আগে বনগাঁর বিলের মাঠ এলাকায় শ্যুট আউট! নিহত এক, আহত এক।
পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রতাপ মণ্ডল(৪৩) নামে এক ব্যক্তিকে। তাঁর বাড়ি গাইঘাটা থানার বকচড়ায়। মৃত ব্যক্তির নাম, বিশ্বনাথ দে (৫০)। তিনি হাবড়ার আক্রমপু খড়ের মাঠ এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ জানতে পেরেছে, প্রতাপ, বিশ্বনাথ ও বিশ্বনাথের আত্মীয় কৃষ্ণ সরকারের জমি, বাড়ি ও মাটির ব্যবসা।