Baruipur News: এ বার বারুইপুরে মিলল অস্ত্রভাণ্ডার, ধৃত দুই সক্রিয় বিজেপি কর্মী! জিজ্ঞাবাদে ‘স্বীকারোক্তি’
Arms Recovery: পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজয় কয়াল এবং রাজা গায়েন। এক জনের বয়স ২১ বছর, অন্য জনের ২২।
হিন্দোল দে, সুকান্ত দাস ও রাজীব চৌধুরী,বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জেলায় জেলায় অস্ত্রভাণ্ডারের (Arms Recovery) হদিশ মিলতে শুরু করেছে। ডানকুনি, শাসন, কলকাতার পর এ বার বারুইপুরে (Baruipur News) মিলল অস্ত্রের ভাণ্ডারের হদিশ। শুক্রবার সন্ধেয় সেখান থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি। এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত অস্ত্র কোথা থেকে আসছে, কেন মজুত করা হচ্ছে অস্ত্র, তা জানা চেষ্টা চলছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের হদিশ মিলল অস্ত্রভাণ্ডারের
বারুইপুরের বকুলতলা থানার অন্তর্গত জীবন মণ্ডলের হাট এলাকা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্র এবং গুলি বিক্রির জন্য়ই আনা হয়েছিল। কিন্তু কাদের কাছে অস্ত্র বিক্রি করার কথা ছিল? তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা বিজেপি-র সক্রিয় কর্মী। সভার পর জীবনতলা হাটে অস্ত্র বিক্রি করা ছক ছিল ধৃত দের। কাদের হাতে যেত অস্ত্র, কোথায় ব্যবহার করা হতো, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজয় কয়াল এবং রাজা গায়েন। এক জনের বয়স ২১ বছর, অন্য জনের ২২। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, বিজেপি-র সক্রিয় কর্মী তাঁরা। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, "দু’জনেই বিজেপির দুষ্কৃতী। শুভেন্দু কিছুদিন আগে এখানে এসেছিল। টাকা পয়সা দিয়ে গেছে। পুলিশকে বলব পুরো বিষয়টি খতিয়ে দেখতে।"
আরও পড়ুন: Sovandeb on DA: কেন ডিএ দিচ্ছে না রাজ্য? যুক্তি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
এর আগে, বুধবারই শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর গুলি, অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছিল । শুক্রবার রাতেও মুর্শিদাবাদের রেজিনগর থানার কাছ থেকে আগ্নেয়াস্ত্র-সহ বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও ২ রাউন্ড গুলি।
জেলায় জেলায় অস্ত্রভাণ্ডার পাওয়া নিয়ে রাজনৈতিক তরজা
গত কয়েকদিনে রাজ্যের একের পর এক জেলা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা। তা নিয়েই পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ তেতে উঠছে রাজ্য রাজনীতি।