Bhangar Firing : চলল গুলি, আহত তৃণমূল কর্মী, পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত ভাঙড়
South 24 Parganas News : আহত তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয়েছে আরজিকর মেডিক্যাল কলেজে। গুলিচালনার পর ভাঙড়ের কাঁঠালবেড়িয়ায় তুমুল উত্তেজনা।
ভাঙড় : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের অশান্ত ভাঙড়। কাঁঠালবেড়িয়া স্কুলের মাঠে চলল ৬ রাউন্ড গুলি ! গুলিতে আহত ১ তৃণমূল কর্মী। আহত তৃণমূল (TMC) কর্মীর নাম আনসার মোল্লা। আহত তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয়েছে আরজিকর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College)। গুলিচালনার পর ভাঙড়ের কাঁঠালবেড়িয়ায় তুমুল উত্তেজনা।
রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে,ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত হয়ে উঠছে উত্তপ্ত। বোমা, বন্দুক, অস্ত্রও উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে। গত কয়েকমাসে অশান্তির জেরে একাধিকবার ভাঙড় এসেছে শিরোনামে। কিছুদিন আগেই ফের ভাঙড়ে বস্তাভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়েছিল। ভাঙড় ২ নম্বর ব্লকের বানিয়াড়া এলাকায় একটি কলাবাগানের মধ্যে এক বস্তা বোমা মিলেছিল। খবর দেওয়া হয়েছিল বম্ব ডিসপোজাল স্কোয়াডে। যার কিছুদিন আগেই তৃণমূল (TMC) নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) বাড়ির অদূরে বোমা উদ্ধার হয়েছিল। ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩। ধৃত ৩ জনই তাঁদের দলের কর্মী, দাবি আইএসএফের (ISF)। অন্যদিকে, ধৃতদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের (Police)।
আরও পড়ুন- অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছল ইডি, স্বাস্থ্যপরীক্ষার পর রাতেই আদালতে পেশ
প্রসঙ্গত, গত জানুয়ারিতে ISF-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশের সামনেই ব্যাপক সংঘর্ষে জড়ায় দুই দল! ইটবৃষ্টি, বোমাবাজি, এমনকি গুলি চলার অভিযোগও ওঠে। ঘটনায় আহত হন একাধিক আইএসএফ ও তৃণমূল কর্মী। তৃণমূলের পার্টি অফিসের পাশাপাশি ভাঙচুর হয় ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়িতেও। যে ঘটনার রেশ ছড়িয়ে পড়েছিল কলকাতার ধর্মতলাতেও। যে ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছিল আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique)। লম্বা সময় জেলে কাটানোর পর শেষমেশ হাইকোর্টের রায়ে যিনি আপাতত জেলমুক্ত।
শুধু দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ই নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পঞ্চায়েত ভোটের আগে উত্তাপ ছড়িয়ে পড়ার খবর মিলছে। সবথেকে বেশি যে খবর বীরভূম জেলায়। বোমা উদ্ধার থেকে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও যে রেশ থামার লক্ষণ সেভাবে নেই। এর মাঝেই ফের নতুন করে উত্তাপ ছড়াল ভাঙড়ে। কীভাবে গোটা ঘটনা, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।