Accident: ক্যানিংয়ের মাতলা সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু মাছ ব্যবসায়ীর
South 24 Parganas News: রাজ্যের তিন জেলায় চারটি পথ দুর্ঘটনা, মৃত ২, আহত ৩। আজ ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মাছ ব্যবসায়ীর। মৃতের নাম প্রফুল্ল রাউত।
শান্তনু নস্কর, করুণাময় সিংহ, রাজা চট্টোপাধ্যায়, ক্যানিং, গাজোল, ধূপগুড়ি: রাজ্যের তিন জেলায় চারটি দুর্ঘটনা। মৃত ২। আহত ৩।
আজ ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মাছ ব্যবসায়ীর। মৃতের নাম প্রফুল্ল রাউত। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ ক্যানিংয়ের আড়ত থেকে মাছ কিনে বাইকে চড়ে বাসন্তীর হাড়ভাঙায় যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। মাতলা নদীর সেতুর ওপর কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
এদিকে, মালদার গাজোলের মশালদিঘি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে আরেকটি লরি। গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত লরির মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকায় গ্যাস কাটার দিয়ে কেটে চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা কি না খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, গতকাল রাতের পথ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ভোরের আলো ফোটার আগেই আবার পথ দুর্ঘটনা ধূপগুড়ি শহরে। ঘটনাটি ঘটে আজ ভোর সাড়ে তিনটে নাগাদ। ধূপগুড়ি শহরের ঝুমুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান জলপাইগুড়ি থেকে তুফানগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ঠিক সেই সময় জলপাইগুড়ি থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল পেঁয়াজ বোঝাই লরি। দু’টি গাড়িই দ্রুতগতিতে থাকায় এবং রাস্তায় কুয়াশা থাকার কারণে একে অপরকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঝুমুর এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮-এর উপর উল্টে যায় পিকআপ ভ্যানটি। এই দুর্ঘটনায় সামান্য আহত হন দু’জন। বিকট শব্দ পেয়ে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন।
গতকাল রাত দশটা নাগাদ রাতে ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন সার্ভিস রোডে এশিয়ান হাইওয়ে ৪৮-এর উপর একটি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম নন্দদুলাল সরকার (৫৫)।