Gangasagar Mela 2025: মকর স্নানের আগে কড়া নিরাপত্তা, গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড়
South 24 Parganas: গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা।

গৌতম মণ্ডল ও হিন্দোল দে, গঙ্গাসাগর: মঙ্গলবার মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে (Gangasagar Mela 2025) পুণ্য়ার্থীদের ভিড় জমতে শুরু করেছে। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তাঁরা।
পুণ্য়ার্থীদের ভিড় সাগরে: গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চালানো হবে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। এবারও গঙ্গাসাগর মেলায় এসেছেন প্রচুর বিদেশি। ইসকনের মাধ্যমে এসেছেন ২১টি দেশের ৮০ জন ভক্ত। এঁদের অধিকাংশই মহিলা। বর্ণাঢ্য শোভাযাত্রায় রঙিন সাগরতট। বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে সাগরমেলা।
এর আগে একগুচ্ছ ব্যবস্থাপনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। আগামী মঙ্গলবার সকাল ৬.৫৮ মিনিট থেকে পরদিন সকাল ৬.৫৮ পর্যন্ত মকর সংক্রান্তি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মুড়িগঙ্গায় ড্রেজিং করে বাড়ানো হয়েছে গঙ্গার গভীরতা। ফলে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চ পরিষেবা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে আরও একটি কোস্টাল থানা থাকবে। ৩টি স্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সুলভ মূল্যে কলকাতা-গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবাও মিলবে। মেলায় পুণ্যার্থীদের পরিষেবা দেওয়ার জন্য ২২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টা বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি ব্যবহার করা যাবে। বার্জ, লঞ্চ, জেটিতে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে। কোনও ঘটনার মোকাবিলায় ২৫০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে।''
এর পাশাপাশি চিকিৎসার সুবিধা সহ আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাও করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "কেউ অসুস্থ হলে কপ্টার অ্যাম্বুল্যান্স পরিষেবাও দেওয়া হবে। চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। আশেপাশের হাসপাতাল মিলিয়ে ৫১৫টি বেডের ব্যবস্থা করা হয়েছে। সাগরে ICU-র ব্যবস্থাও থাকবে। জায়গায় জায়গায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকছে। চিকিৎসক সহ নার্স থাকছে। ১০০টি অ্যাম্বুলেন্স থাকছে। এবছর গ্রিন গঙ্গাসাগর মেলার লক্ষ্য নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য প্লাস্টিকবর্জিত গঙ্গাসাগর মেলা। এটা অভিনব, কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি।''
আরও পড়ুন: Midnapore Saline Controversy: 'স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু,' সন্দেহ ১৩ সদস্যের তদন্ত কমিটি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
