Tiger Trapped in Raidighi : অবশেষে আতঙ্কের অবসান, রায়দিঘিতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল
গত কয়েকমাসে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘে-মানুষের কার্যত বাঘবন্দি খেলা চলছে। একাধিকবার জঙ্গলের সীমানা টপকে লোকালয়ে ঢুলে পড়ছে রয়্যাল বেঙ্গল।
জয়দীপ হালদার, রায়দিঘি (দক্ষিণ ২৪ পরগনা) : অবশেষে আতঙ্কের অবসান। দিন পনেরোর উদ্বেগের প্রহর শেষে শেষমেশ ধরা পড়লেন দক্ষিণরায়। রায়দিঘির (Raidighi) ভুবনেশ্বরী চড়ায় বন দফতরের (Forest Department) খাঁচায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। বন দফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargans) রায়দিঘিতে দিন ১৫ আগে বাঘের পায়ের ছাপ মেলে। যার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
দক্ষিণরায়ের খোঁজ মেলার পর থেকেই বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন বন দফতরের কর্মীরা। রায়দিঘির দমকল ও ভুবনেশ্বরীতে দুটি খাঁচা পাতা হয়। সোমবার বিকেলের পর ভুবনেশ্বরীর চরায় পাতা খাঁচায় ধরা পড়ে বাঘ। বন দফতর সূত্রে খবর, এটি প্রায় দশ ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। আপাতত খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর চিকিত্সার যাবতীয় কাজ মিটে গেলে তাকে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হবে।
গত কয়েকমাসে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘে-মানুষের কার্যত বাঘবন্দি খেলা চলছে। একাধিকবার জঙ্গলের সীমানা টপকে লোকালয়ে ঢুলে পড়ছে রয়্যাল বেঙ্গল। আর বাঘের আতঙ্কে স্বাভাবিকভাবেই প্রত্যেকবার কার্যত ঘুম ওড়ার জোগাড় স্থানীয় বাসিন্দাদের। কিছুদিন আগেই বন দফতর জানিয়েছিল বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবনে। সুন্দরবনে নতুন করে ২৩টি বাঘ বেড়েছে। ফলে, এই মুহূর্তে মনে করা হচ্ছে, আনুমানিক বাঘের সংখ্যা ১৩৪। রয়্যাল বেঙ্গলদের জন্য, সজনেখালিতে তৈরি করা হচ্ছে ব্যাঘ্র প্রজননকেন্দ্র। এই ছবি সুন্দরবনের কোর এরিয়ার। সাধারণ মানুষ এই জায়গায় পৌঁছতে পারে না। ঘন জঙ্গলে এখানে রাজত্ব করে রয়্যাল বেঙ্গল টাইগার।
সুন্দরবনে বাঘের ওপর নজর রাখতে, এরকম প্রত্যন্ত এলাকায় বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। আর সেই ১২০০ ক্যামেরা থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এবার সুখবর শোনাল বন দফতর। ট্র্যাপ ক্যামেরাতে নতুন ২৩টি রয়্যাল বেঙ্গলের ছবি পাওয়া গেছে। বন দফতর সূত্রে খবর, ২০১৮-১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, সুন্দরবনে, বাঘের সংখ্যা ছিল, ১১১টি। ২০২১-এ পাওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনে, আনুমানিক ২৩টি বাঘ বেড়েছে। সেই অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে, বাঘের আনুমানিক সংখ্যা ১৩৪।
আরও পড়ুন- শীতের সুন্দরবনে রোদ পোহাচ্ছে রয়্যাল বেঙ্গল, বাঘের দর্শনে উচ্ছ্বসিত পর্যটকেরা