South Bengal Weather: বাতাসে শিরশিরানি, আজ থেকেই পারদ পতন দক্ষিণবঙ্গে
South Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।
![South Bengal Weather: বাতাসে শিরশিরানি, আজ থেকেই পারদ পতন দক্ষিণবঙ্গে South Bengal weather update get to know weather forecast today from West Bengal on 12 January South Bengal Weather: বাতাসে শিরশিরানি, আজ থেকেই পারদ পতন দক্ষিণবঙ্গে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/a5b323256d8dc81e357d3644827f66481705026982602484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা, বাড়বে শীত। জানিয়েছে আবহাওয়া দফতর। অবাধ হবে উত্তরে হাওয়ার গতিপথ।আজ থেকেই বইবে হিমেল হাওয়া, পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সারাদিন শিরশিরানি শীতল হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। আজ থেকে ক্রমশ নামবে পারদ। জাঁকিয়ে শীতের স্পেল ৫ থেকে ৬ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ
জেলা | সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা |
উত্তর ২৪ পরগনা | ২২ ডিগ্রি, ১২ ডিগ্রি |
দক্ষিণ ২৪ পরগনা | ২২ ডিগ্রি, ১২ ডিগ্রি |
পূর্ব মেদিনীপুর | ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি |
হাওড়া | ২২ ডিগ্রি, ১১ ডিগ্রি |
কলকাতা | ২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি |
হুগলি | ২২ ডিগ্রি, ১১ ডিগ্রি |
পুরুলিয়া | ২৪ ডিগ্রি, ১০ ডিগ্রি |
ঝাড়গ্রাম | ২৪ ডিগ্রি, ১১ ডিগ্রি |
পশ্চিম মেদিনীপুর | ২৩ ডিগ্রি, ১১ ডিগ্রি |
বাঁকুড়া | ২৪ ডিগ্রি, ১০ ডিগ্রি |
পশ্চিম বর্ধমান | ২২ ডিগ্রি, ১১ ডিগ্রি |
পূর্ব বর্ধমান | ২২ ডিগ্রি, ১১ ডিগ্রি |
বীরভূম | ২২ ডিগ্রি, ১১ ডিগ্রি |
মুর্শিদাবাদ | ২২ ডিগ্রি, ১০ ডিগ্রি |
নদিয়া | ২২ ডিগ্রি, ১১ ডিগ্রি |
আরও পড়ুন, দেশের ৬ রাজ্যে পেট্রোলের দাম কমল, কলকাতায় জ্বালানির দর কত ?
আবহাওয়ার আপডেট:
হাওয়া অফিস জানিয়েছে, শীতের (Winter in West Bengal) প্রথম স্পেল বেশ লম্বা ছিল। তারপর শীত উধাও হয়ে যায়। ঘূর্ণাবর্তের কারণে পিছু হঠে শীত। নিম্নচাপ থাকার কারণে গাঙ্গেয় উপকূলে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পেয়েছিল। সেই কারণেই ভরা পৌষেও তেমন শীতের দেখা পাওয়া যায়নি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বেশ কিছুদিন আকাশে মেঘও দেখা গিয়েছে। ফলে শীতের অনুভূতি তেমন ছিল না। তবে এবার আজ থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। পারদ ক্রমশ নামবে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং (Darjeeling Weather) ও কালিম্পংয়ে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারদ পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)