South Eastern Railway: আগামীকাল থেকে ২৪০ টি ট্রেন বাতিল, জরুরি ঘোষণা রেলের, যাত্রী দুর্ভোগের আশঙ্কা..
Howrah Kharagpur Division Train Cancel: প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জের, আগামীকাল থেকে ২৪০ টি লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে..
সুনীত হালদার, হাওড়া: দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) হাওড়া- খড়গপুর ডিভিশনের ( Howrah Kharagpur Division ) আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।
আগামীকাল থেকেই এই ২৪০ টি ট্রেন বাতিল থাকছে
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, শনিবার থেকে আন্দুল স্টেশনে কাজ শুরু হবে। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইনের আন্দুল স্টেশনে জরুরি কাজের জন্য ২৯ জুন থেকে ৬ জুলাই ( ৮ দিন) লোকাল এবং দূরপাল্লার ট্রেন মিলিয়ে ২৪০ টি ট্রেন বাতিল করা হয়েছে।একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই দিনগুলিতে মোট ২০২ টি লোকাল ট্রেন, ৩৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। এছাড়াও দূরপাল্লার ১৭ টি ট্রেনকে ঘুরপথে এবং ১০ টি ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে।
২৯ জুন শনিবার ২ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৩০ জুন রবিবার ৬ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
০১ জুলাই সোমবার ১৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
২ জুলাই মঙ্গলবার ১৫ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৩ জুলাই বুধবার ১৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৪ জুলাই বৃহস্পতিবার ১৬ টি ট্রেন বাতিল থাকবে।
৫ জুলাই শুক্রবার ৬২ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
৬ জুলাই শনিবার ৭১ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন, অতি ভারী বর্ষণের আশঙ্কা এবার দক্ষিণবঙ্গে, ভোর থেকেই দুযোগ ? হলুদ সতর্কতা এই জেলাগুলিতে..
দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারীক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, যাত্রী সুবিধার্থে এই নন ইন্টারলকিং এর কাজ করা হচ্ছে। এই বছরেই আন্দুলের পর আবার সাঁতরাগাছিতে এই ধরণের কাজ করা হবে। কিন্তু যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে যতটা কম সম্ভব সংখ্যায় লোকাল ও মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। তিনি আরও বলেন , সামনে পুরীতে রথযাত্রা আছে। তা নিয়ে যাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না । কারণ পুরী গামী কোনও ট্রেন বাতিল করা হয়নি। পুরীর জন্য সমস্ত ট্রেন চলবে। এই ধরণের কাজের ফলে গাড়ির গতি আরও বাড়বে। যা থেকে যাত্রীরা উপকৃত হবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।