SSC Case: ২৬ হাজার চাকরি বাতিলে নিশানা ওন্দার BJP বিধায়কের, 'টাকা ফেরত না দিলে, TMC নেতাদের ঘাড় ধরে..' !
BJP MLA On SSC Case: নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি , কী বললেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ?

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : টাকা ফেরত না দিলে, তৃণমূল নেতাদের ঘাড় ধরে আদায় করা হবে। নিয়োগ দুর্নীতির জেরে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। নিয়োগ দুর্নীতি শাসকদলের নেতারা জড়িত বলে অভিযোগ করে টাকা ফেরতের দাবিতে হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
ওন্দার রামসাগরে দলীয় এক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেন,রামসাগর এলাকার যে সব তৃণমূলের বন্ধুরা নোট নিয়েছেন সেগুলো রেডি করুন। না হলে মানুষ ব্যবস্থা করবেন। এই এলাকায় এমন 'অনেকে আছেন, যারা চাকরি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। অথচ চাকরি হয়নি। এই অবস্থায় চাকরি প্রার্থীদের 'ঘাড়ে ধরে টাকা আদায়ে'র সময় তাঁরা পাশে থাকবেন বলেও তিনি আশ্বাস দেন। তবে 'দিদি' যতোই প্রতিশ্রুতি দেননা কেন কাজ হবে না। প্রথম পর্যায়ে ২৬ হাজারের পর এবার ৬২ হাজারের চাকরী যেতে চলেছে বলেও তিনি ভবিষ্যবাণী করেন।
বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরুপ খাঁ বলেন, মিডিয়ার প্রচারে থাকার জন্য উনি বারবার ভিত্তিহীন দাবি করেন। এলাকার মানুষ ওকে প্রত্যাখ্যান করেছেন। বিধায়ক নির্বাচিত হওয়ার পর এলাকার জন্য কী উন্নয়নমূলক কাজ করেছেন মানুষ প্রশ্ন করছেন। উত্তর দিতে না পেরে বিধায়ক এলাকা ছাড়া। একই সঙ্গে বালি খাদ সহ অন্যান্য ক্ষেত্রে উনি তোলা তুলছেন। প্রশাসন তার ব্যবস্থা নেবেন' ,বলেও তিনি দাবি করেন।
দুর্নীতির জেরে সুপ্রিমকোর্টের নির্দেশে গোটা প্য়ানেল বাতিল হয়ে যাওয়ায়, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি চাকরি হারিয়েছেন ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D কর্মীরাও। প্রতিবাদে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভের পাশাপাশি অনশন আন্দোলন শুরু করেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ।২৬ এপ্রিল মুখ্যসচিবের সঙ্গে চাকরিহারা শিক্ষাকর্মীদের ৬ প্রতিনিধির বৈঠকের দিন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারপরেও যোগ্যদের তালিকা প্রকাশ-সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় ছিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্য়াহার করলেন তাঁরা। রাত ৮টার পর, অনশনকারী ৪ শিক্ষাকর্মীকে ডাবের জল পান করান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা।






















