SSC Case: চাকরি হারিয়ে বসে পথে, 'যোগ্য' তালিকায় নাম নেই আন্দোলনের কনভেনরের!
SSC Job Loss: মঙ্গলবার বিকেলে অযোগ্য় বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন এমন শিক্ষক-শিক্ষিকাদের একটি তালিকা DI-দের কাছে পাঠিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার।

কলকাতা: এবার ডিআইয়ের তালিকায় নাম নেই চাকরিহারা আন্দোলনের কনভেনর চিন্ময় মণ্ডলের। গতকালই এই তালিকা পাঠানো হয়েছিল। আর তাতেই এই অভিযোগ করছেন চাকরিহারাদের একাংশ। অভিযোগ, চিন্ময় মণ্ডল একা নয়, আরও ১০-১২ জনের নাম নেই।
যোগ্য়-অযোগ্য়দের তালিকা প্রকাশের দাবিতে অনড় আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য-অযোগ্যের তালিকার দাবিতে ঠায় স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে পড়ে রয়েছেন চাকরিহারারা। মঙ্গলবার বিকেলে অযোগ্য় বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন এমন শিক্ষক-শিক্ষিকাদের একটি তালিকা DI-দের কাছে পাঠিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার। এরইমধ্যে চাকরিহারাদের একাংশের অভিযোগ, যে তালিকা পাঠানো হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে কারা স্কুলে যাবেন এবং কারা বেতন পাবেন। কিন্তু কারা যাবেন না বা বেতন পাবেন না সেই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করা নেই। তাঁরা জানাচ্ছেন, DI অফিস থেকে স্কুলগুলিকে শুধুমাত্র জানানো হয়েছে, কোন কোন শিক্ষক স্কুলে যেতে পারবেন। কারা বেতন পাওয়ার 'যোগ্য।' অভিযোগ এই তালিকায় নাম নেই চাকরিহারা আন্দোলনের কনভেনর চিন্ময় মণ্ডলের। তাঁর প্রথম জয়েনিং হয় কসবা ডিআইতে। তারপর কসবা থেকে ট্রান্সফার নিয়ে ব্যারাকপুর চলে যান চিন্ময় মণ্ডল। ব্যারাকপুর ডিআইতেও তালিকায় নাম নেই চিন্ময়ের। অভিযোগ, চিন্ময় মণ্ডল ছাড়াও আরও ১০-১২ জনের নাম নেই এই তালিকায়।
গতকাল বিকেলে ফের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী চাকরিহারাদের প্রতিনিধি দল। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা তাঁরা বেতন পাবেন। এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নই। একদমই নই। কারণ আমরা বেতন নেব। শুধুমাত্র ওই ৮ মাসের জন্য়। তারপরে আমাদের তাড়িয়ে দেবে এটা হতে পারে না।যোগ্য-অযোগ্যের যে সার্টিফায়েড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইন চার্জ আমাদের শিক্ষামন্ত্রী তিনি ইতিমধ্য়েই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেইটা দেওয়া হবে না। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না। ছাড়ব না।''
চাকরিহারারা প্রশ্ন তুলেছিলেন যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়? আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "আসলে আমরা দেখতে পাচ্ছি DI অফিসে একটা তালিকা পাঠানো হয়েছে, যে তালিকা পাঠানো হয়েছে এবং বলা হয়েছে, যারা নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত নন, তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া হোক ৩১ ডিসেম্বর অবধি। এবার এই তালিকা কারা আছে, সেটা তো আমাদের জানতে হবে। আমাদেরকে তো এটা দেখতে হবে যে, নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত নই যারা তাঁরা যেমন যাচ্ছি, আর যারা নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত তাঁরা যেন না যেতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
