SSC News: নিয়োগে ভুল, এসএসসি চেয়ারম্যানকে অপসারণের নির্দেশ হাইকোর্টের
চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ সিঙ্গল বেঞ্চের। ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ করেছে হাইকোর্টে। এসএলএসটি নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়েই এই নির্দেশ।
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)৷ সোমবারই এসএসসি (SSC) চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ হাইকোর্টের (Kolkata Hoghcourt)। শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন চেয়ারম্যানের (SSC Chairman) যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কার্যত ক্ষুব্ধ সিঙ্গল বেঞ্চ। জানানো হয়েছে ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ করেছে হাইকোর্ট। এসএলএসটি নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়েই এই নির্দেশ।
শুধু অপসারণই নয় পাশাপাশি শুভশঙ্কর সরকারকে ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata Highcourt) সিঙ্গল বেঞ্চ। এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?’ জানতে চেয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি মামলাকারীকে কাউন্সেলিংয়ের সুযোগ দিতে নির্দেশ কমিশনের (SSC)। কোন ধরনের চেয়ারম্যান? প্রশ্ন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। মেধা তালিকার পিছনে থাকাদের নিয়োগপত্র পাওয়ায় হাইকোর্টে মামলা দায়ের হয়। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এসএসসি চেয়ারম্যান শুভশঙ্কর সরকার (Subhashankar Sarkar)। তাঁর কথায়, ‘বিচারাধীন বিষয়, কোনও মন্তব্য করব না।’
আরও পড়ুন: North Dinajpur: মাস্ক না পরার 'অপরাধ', রায়গঞ্জে পুলিশের জালে আটক ৩২
২০২১-এর প্রাথমিকের টেটের (Primary TET) ফল ঘোষণা। পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।
২০২১ সালের ৩১ জানুয়ারি প্রাইমারি টেট( ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ)-এর পরীক্ষা গ্রহণ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সেই পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত (Result Published) হল। যাঁরা উত্তীর্ণ হলেন তাঁরা প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে যোগদানের যোগ্য বলে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে।
আজ ফল ঘোষণার সময়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, "মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চান নিয়মিত টেট ও নিয়োগ হোক। টেট-এর সঙ্গে শিক্ষক নিয়োগের সম্পর্ক নেই। টেট-এ উত্তীর্ণ হলে শিক্ষকতার জন্য আবেদন করা যাবে।" তবে সেক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।