SSC Scam: 'মনে হয় না, নম্বর দিতে বৈষম্য করেছেন? ' হাইকোর্টের প্রশ্নের মুখে পর্ষদ
Calcutta High Court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। এদিনও এই মামলায় হাইকোর্টে স্বস্ত্বি পেল না পর্ষদ।
কলকাতা: 'প্রশ্ন ভুল আছে। বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে কিছু প্রার্থীকে বাড়তি এক নম্বর করে দিলেন। আপনাদের কি উচিত ছিল না যে কৃতকার্য এবং অকৃতকার্য সবাইকে নির্বিশেষে ১ নম্বর দেওয়া? আপনাদের কি মনে হয় না যে, এই বিষয়ে আপনারা বৈষম্য করেছেন?' প্রাথমিক পর্ষদকে (West Bengal Board of Primary Education) প্রশ্ন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে আজও স্বস্তি পেল না পর্ষদ-
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। এদিনও এই মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্ত্বি পেল না পর্ষদ। জানা গিয়েছে, সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদনে আপাতত কোনও নির্দেশ দিল না ডিভিশন বেঞ্চ। ‘প্রশ্ন ভুল আছে, বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে কিছু প্রার্থীকে বাড়তি ১ নম্বর দিলেন। আপনাদের কি উচিত ছিল না যে, কৃতকার্য এবং অকৃতকার্য নির্বিশেষে সবাইকে ১ নম্বর দেওয়া? আপনাদের কি মনে হয় না এক্ষেত্রে আপনারা বৈষম্য করেছেন?’ প্রাথমিক পর্ষদকে প্রশ্ন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। বিচারপতি আরও প্রশ্ন তোলেন যে, ‘২৩ লক্ষ প্রার্থীর প্রেক্ষিতে ২৭৩ খুবই নগণ্য সংখ্যা। বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন বলে সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ ভুল ছিল?’
আরও পড়ুন - SSC chairman: আদালতের নির্দেশ অমান্য করায়, SSC’র চেয়ারম্যানকে তলব করল কলকাতা হাইকোর্ট। Bangla News
অন্যদিকে, আদালতের নির্দেশ অমান্য করায়, SSC’র চেয়ারম্যানকে এদিন তলব করে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে হাইকোর্টে তলব করেন বিচারপতি রাজশেখর মান্থা।
আরও পড়ুন - Dum Dum News: চলছিল প্রতারণা, দমদমে ভুয়ো কল সেন্টারের সন্ধান মিলল, ধৃত ৭