SSC Scam : 'নগদের বিনিময়ে নিয়োগপত্র অযোগ্যদের' সরাসরি টাকার লেনদেন মিডলম্যানদের, SSC দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক দাবি
CBI : সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কোন কোন প্রভাবশালী জড়িত, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলত, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তিনজনকেই ফের জেরা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। যেখানে তদন্তকারী অফিসার আদালতে জানিয়েছেন, ‘নগদের বিনিময়ে নিয়োগপত্র দেওয়া হত অযোগ্য প্রার্থীদের। সরাসরি টাকার লেনদেন করতেন ২ মিডলম্যান প্রদীপ-প্রসন্ন। প্রথমে অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে তালিকা যেত শান্তিপ্রসাদ সিনহার কাছে, তারপরেই নগদ টাকার বিনিময়ে অযোগ্যরা পেত চাকরির নিয়োগপত্র!’ অসংখ্য অযোগ্য প্রার্থীদের মার্কশিট, নিয়োগপত্র বাজেয়াপ্তের দাবি সিবিআইয়ের (CBI)।
উঠছে অনেক প্রশ্ন
সিবিআইয়ের যে বিস্ফোরক দাবির পরই প্রশ্ন ওঠে বেআইনি নিয়োগের এই বিপুল টাকাই কি ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে? অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দিতে নগদে ঠিক কত টাকা দাবি করা হত ? যে প্রসঙ্গে সিবিআইয়ের তদন্তকারী অফিসারের বক্তব্য, কেস ডায়েরিতে বিস্তারিতভাবে সমস্ত তথ্য জানানো হয়েছে।
জেলেই শান্তিপ্রসাদ
SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা জামিনের আর্জি খারিজ। এসএসসি দুর্নীতিকাণ্ডে জেল হেফাজতেই শান্তিপ্রসাদ-সহ ২ মিডলম্যান প্রসন্ন রায়, প্রদীপ সিংহেরও জেল হেফাজত। পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো গারদেই পুজো কাটবে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার। এদিকে, অযোগ্য প্রার্থীদের মার্কশিট বাজেয়াপ্ত করার সিবিআইয়ের দাবি ‘প্রদীপকে জেরা করে প্রসন্নর অফিসে মিলেছে অযোগ্য প্রার্থীদের তালিকা’।
নবম-দশম শ্রেণির সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। তাঁকে গ্রুপ সি মামলায় গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে, গ্রুপ সি মামলায় গ্রেফতার হওয়া দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং রয়েছেন জেল হেফাজতে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কোন কোন প্রভাবশালী জড়িত, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলত, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তিনজনকেই ফের জেরা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই।
আগে আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছিলেন, জেরায় মিডলম্যান প্রদীপ সিং জানিয়েছেন, তাঁর বস প্রসন্নকুমার রায়ের নির্দেশেই যাবতীয় কাজ করতেন তিনি।প্রসন্নর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি। আদালতে সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, SSC দুর্নীতিকাণ্ডে অনেক প্রভাবশালী জড়িত। তাঁদের খুঁজে বের করতে হবে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। কোথা থেকে টাকা আসত এবং সেই টাকা কোথায় যেত, তা খুঁজে বের করতে হবে।
আরও পড়ুন- 'লজ্জা, বিড়ম্বনা, টাকার পাহাড় নিয়ে লোককে কী জবাব দেব?' পার্থকে তীব্র আক্রমণ সৌগত-র