SSC Scam: চাকরিহারাদের পাশে অভয়ার বাবা-মা, 'বেলা ১১ টায় আমাদের যেমন জীবনটা তছনছ হয়ে গিয়েছিল, ওদেরও তাই..'
SSC Scam RG Kar Case Victims Parents Reaction: চাকরিহারাদের পাশে অভয়ার বাবা-মা, 'পরীক্ষার পর কেন বাছাই করতে হচ্ছে? SSC সংগঠনই দুর্নীতির সঙ্গে যুক্ত..'

কলকাতা: একটা দুর্নীতি ঘটিয়ে তথ্যপ্রমাণ পুড়িয়ে দেওয়াই এই সরকারের কাজ। যেভাবে সারদা নাদরদার কাগজপত্র এবং চাকরিহারাদের OMR শিট পুড়িয়ে দেওয়া হয়েছে, সেভাবেই পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মেয়ের দেহ। অভিযোগ করলেন আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মা। দিলেন চাকরিহারাদের পাশে থাকার বার্তা। চাকরিহারা শিক্ষকদের এই চরম দুর্দশা-হতাশা ও বিপন্ন পরিস্থিতির মধ্য়েই তাঁদের পাশে দাঁড়ালেন আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মা। একের পর এক ঘটনায় তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগকে হাতিয়ার করে রাজ্য় সরকারকে তীব্র আক্রমণ করলেন তাঁরা।
আরও পড়ুন, কসবাকাণ্ডের প্রতিবাদে কাল মিছিলের ডাক, পরশু SSC ভবন অভিযান..
সাংবাদিক: সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৬ হাজারের চাকরি গেল...
অভয়ার বাবা : উনি যদি যোগ্য কারা, এটাই প্রমাণ করে দেন, তবেই তো সব সমস্যা মিটে যায়। কেন এটা করছেন না ? এটাই তো আমাদের কাছে সবথেকে আশ্বর্যের বিষয় আমাদের কাছে। আমরা যেমন অগাস্ট মাসে ১১ টার সময় ফোন কল পেয়েছি, আমাদের যেমন জীবনটা তছনছ হয়ে গিয়েছিল, সেই রকম ওদেরও বেলা ১১ টার সময়, এই খবরটা, সুপ্রিম কোর্ট থেকে আসার পরে, ওই ২৬ হাজার চাকরি হারিয়েছে, তাঁদেরও ঠিক একই অবস্থা হয়েছে। আমাদের সঙ্গে তাঁদের পার্থক্য খুবই কম। যোগ্য কারা প্রমাণ করে দিন, তাহলেই তো সমস্যা মিটে যায়।
অভয়ার মা: যোগ্য ও অযোগ্য প্রমাণ করার জন্যই তো পরীক্ষাটা হয়। মেধা তালিকাটা হয়। সেটা এখন কেন আলাদা করে, পরীক্ষার পর যোগ্য ও অযোগ্য বাছাই করতে হচ্ছে? এটাই তো একটা দুর্নীতির বিষয়। কেন যোগ্যদের আলাদা করতে হবে, তাঁর জন্য তো এসএসসি বসেছিল। এসএসসি সংগঠনই দুর্নীতির সঙ্গে যুক্ত।
শিক্ষা-দুর্নীতি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও।এদিন দুপুরে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেস অভিযান করে দুই সংগঠনের সদস্যরা। জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া বলেন, আজকে যেভাবে কসবায় পুলিশ লাঠি চালিয়েছে নিন্দা করি।' জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্য মানস গুমটা বলেন,শিক্ষাও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি। ধিক্কার জানাই। একের পর এক ঘটনা আর কান্না-হতাশা-ক্ষোভ...এর কি কোনও শেষ আছে? এদিকে কসবায় চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি, লাঠি! চাকরি বাঁচাতে DI অফিসে গিয়ে মার খেলেন শিক্ষকরাই! কসবাকাণ্ডের প্রতিবাদে কাল মিছিলের ডাক, পরশু SSC ভবন অভিযান। সমাজের সকলস্তরের মানুষকে যোগ দিতে আহ্বান।






















