SSKM: কোথায় আইডেন্টিটি কার্ড? নির্দেশিকার বাস্তবায়ন কোথায়? এসএসকেএম কাণ্ডে প্রশ্নের মুখে 'কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা'
SSKM Incident Women Safety: কোথাও রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ। কোথাও অভিযোগ চিকিৎসকে ধর্ষণের হুমকি দেওয়ার ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা।

সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন,কলকাতা: গতবছর আর জি করের ঘটনার ১০ দিনের মাথায় রাজ্য সরকারের তরফে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার স্বার্থে জারি হয়েছিল একাধিক নির্দেশিকা। যার মধ্যে স্পষ্ট লেখা ছিল, ফ্যাকাল্টি, স্টাফ, নিরাপত্তারক্ষীদের জন্য আইডেন্টিটি কার্ড দেখানো বাধ্যতামূলক। কিন্তু এসএসকেএম-এর ঘটনার পর প্রশ্ন উঠছে কোথায় আইডেন্টিটি কার্ড? কোথায় কী?
এসএসকেএম থেকে উলুবেড়িয়া মেডিক্য়াল কলেজ, কোথাও রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ। কোথাও অভিযোগ চিকিৎসকে ধর্ষণের হুমকি দেওয়ার ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা। যা মনে করিয়ে দিচ্ছে গতবছর ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজের বুকে তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনার কথা। অসহনীয় কষ্ট নিয়ে এক চিকিৎসকের, তাঁরই কর্মক্ষেত্রে শেষ হয়ে যাওয়া! এরপর সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ, ক্ষোভ-বিক্ষোভ, আন্দোলন-মিছিলে...মুখ্য়মন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দফায় দফায় বৈঠক এসবের পর একগুচ্ছ পদক্ষেপের কথা বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে।
কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেঁধে দেওয়া হয়েছিল নির্দিষ্ট গাইডলাইন, মহিলাদের জন্য আলাদা করে শৌচাগার ও রেস্টরুম রাখতে হবে। রাতের ডিউটিতে রাখা হবে মহিলা ভলান্টিয়ারদের। মহিলাদের জন্য নির্দিষ্ট করা জায়গা পুরোটা সিসিটিভির আওতায় রাখতে হবে। রাতের শিফটে কাজ করা মহিলাদেরকে অ্যালার্ম ডিভাইস সহ নির্দিষ্ট মোবাইল অ্যাপ বাধ্যতামূলকভাবে ডাউনলোড করতে হবে। যে অ্যাপ সংযুক্ত থাকবে স্থানীয় থানা বা স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে। এরই সঙ্গে উল্লেখযোগ্যভাবে হাসপাতালগুলির জন্য আলাদা করে নির্দেশিকা দিয়ে বলা হয়েছিল, ফ্যাকাল্টি, স্টাফ, নিরাপত্তারক্ষীদের জন্য আইডেন্টিটি কার্ড দেখানো বাধ্যতামূলক। কিন্তু এসএসকেএম মেডিক্য়াল কলেজে যে ঘটনা ঘটে গেল, তার পর প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালে সরকারের এই নির্দেশ কি আদৌ মানা হয়? এদিকে এই নিয়ে রাজনীতি আছে রাজনীতির পথেই।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এখনও পর্যন্ত আমাদের সৌভাগ্য হোমগার্ড বিচারপতি সেজে কোর্টে চলে যাননি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, কাগজে কলমে অনেক কিছু হচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্য যথাযথ ব্যবস্থা নিয়েছে। কিন্তু এখন অনেক লোক থাকে সমাজে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। SSKM থেকে উলুবেড়িয়ার ঘটনা ঘিরে সমালোচনার আবহে শনিবার রাজ্যের সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা নিয়ে নবান্নে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য় পুলিশের ডিজি কলকাতার পুলিশ কমিশনার। ডাকা হয়েছে কলকাতার সমস্ত সরকারি হাসপাতালের সুপারদের। জেলা থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন জেলাশাসক, পুলিশ সুপার এবং হাসপাতালের সুপাররা।






















