Police News: কলকাতা ও রাজ্য পুলিশে একাধিক রদবদল, বদলে গেল গোয়েন্দা প্রধান
Nabanna News: বুধবার কলকাতা ও রাজ্য পুলিশে ব্যাপক রদবদল হল। বদলে দেওয়া হল কলকাতার অতিরিক্ত পুলিশ সুপার।
কলকাতা: বুধবার ফের রাজ্য পুলিশে (State police) রদবদল করা হয়েছে বলে জানানো হল নবান্ন (Nabanna) থেকে। বিরোধীরা নানা জল্পনা করলেও এটা রুটিন বদলি বলেই জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।
নবান্ন সূত্রে জানা গেছে, বুধবার রাজ্য পুলিশে রদবদলের বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে দেখা গেছে, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদ সরানো হয়েছে মুরলীধর শর্মাকে। তাঁর জায়গায় কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে ডঃ প্রণব কুমারকে। অতিরিক্ত পুলিশ কমিশনার বদলানোর পাশাপাশি বদলানো হয়েছে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানকেও। সেখানে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন মুরলীধর শর্মা। অতিরিক্ত পুলিশ কমিশনার নিযুক্ত করার পাশাপাশি ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে। মুরলীধর শর্মাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ব্যারাকপুর রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে। এতদিন এই দায়িত্ব পালন করছিলেন ডঃ প্রণব কুমার।
আরও পড়ুন: Uluberia to Barasat Bus service: উলুবেড়িয়া থেকে বারাসাত পর্যন্ত চালু সরাসরি বাস পরিষেবা
কলকাতার পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারেটেও একাধিক রদবদল করা হয়েছে। সেখানে হাওড়া পুলিশ (গ্রামীণ) পুলিশ সুপারের পদে থাকা স্বাতী ভাঙ্গালিয়াকে পাঠানো হয়েছে সাইবার ক্রাইমের সুপার পদে। হাওড়ার ডিসি (দক্ষিণ) পদে থাকা বিশ্বজিৎ মাহাতোকে ডিসি সেন্ট্রাল (হাওড়া)-র দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এতদিন ডিসি সেন্ট্রাল(হাওড়া) সুবিমল পালকে বদলি করা হয়েছে হাওড়া গ্রামীণ সুপার পদে। সেই সঙ্গে আইবি ডিপার্টমেন্ট থেকে সুরিন্দর সিং-কে হাওড়ার ডিসি (হাওড়া)-র দায়িত্বা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন প্রান্তে একের পর এক অপরাধ ঘটে চলেছে। বিশেষ করে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। যা সামাল দিতে রাজ্যের পুলিশ ব্যর্থ বলে অভিযোগ বিরোধীদের। এমনকী শাসক দলের দুই বিধায়ক মদন মিত্র ও হুমায়ুন কবীর পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো সরব হয়েছেন। আরজি কর কাণ্ডের পরিবর্তে সময় গোটা রাজ্যের পুলিশকর্মীদের প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছে অনেকের মনেই। তারপরও রাজ্যজুড়ে অপরাধের ঘটনা কমেনি।যার জেরে অনেকে রাজ্য ও কলকাতা পুলিশের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাই পরিস্থিতির বদল ঘটাতে রাজ্য ও কলকাতা পুলিশে নবান্ন রদবদল করেছে বলে দাবি বিরোধীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।