Subiresh Bhattacharya: 'তদন্ত প্রভাবিত হবে', সুবীরেশের জামিনের বিরোধিতা সিবিআইয়ের, স্থগিত রায়দান
Subiresh Bhattacharya Update: সিবিআই-এর বিরোধিতার পর রায়দান আপাতত স্থগিত। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে সব তথ্য রয়েছে কেস ডায়েরিতে।
কলকাতা: ভার্চুয়াল শুনানিতে সুবীরেশের জামিনের বিরোধিতা সিবিআই-এর। সিবিআইয়ের তরফে এদিন জানানো হয়, ''প্রার্থীদের নম্বর বদল হয়েছে সুবীরেশের কথায়। সুবীরেশের নজরদারি ও নির্দেশে পরীক্ষার্থীদের মার্কশিটে নম্বর বদল হয়েছে। তদন্ত গুরুত্বপূর্ণ স্তরে, এ সময়ে সুবীরেশ জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে।'' সিবিআই-এর বিরোধিতার পর রায়দান আপাতত স্থগিত। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে সব তথ্য রয়েছে কেস ডায়েরিতে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি আজ SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়েছিল। গতবার শুনানিতে সুবীরেশকে একদিন জেরা করার জন্য সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ভর্ত্সনা করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এরপরই সিবিআই হেফাজতের পরিবর্তে SSC-র প্রাক্তন চেয়ারম্যানের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
সিবিআই-র তদন্তকারী অফিসার এর আগ আদালতে জানান, ১ হাজার উত্তরপত্রে নম্বর কারচুপি হয়েছে। দাবি ছিল, এই উত্তরপত্রগুলিতে নম্বর হেরফের করা হয়েছে। সার্ভার পরীক্ষা করে নম্বর কারচুপির প্রমাণ মিলেছে, দাবি আইও-র। গোটা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, চাঞ্চল্যকর অভিযোগ তদন্তকারী অফিসারের। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। সিবিআই-র আইনজীবীকে একের পর এক প্রশ্ন করেন আলিপুর কোর্টের বিচারক। জানতে চান, সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, অত্যাচার করা হচ্ছে। নির্দেশ থাকা সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না? এতেই শেষ নয়। বিচারকের প্রশ্ন ছিল, কেন সুবীরেশ ভট্টাচার্যকে একদিনের জন্যও ডাকা হয়নি? জিজ্ঞাসাবাদ করা হয়নি? জবাবে তদন্তকারী সংস্থার আইনজীবী জানানস ২১ তারিখ জিজ্ঞাসাবাদ করেছিলাম। বিচারকের পাল্টা প্রশ্ন ছিল, 'তার মানে ২২ থেকে সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ হয়নি?' এর পরই সুবীরেশকে সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন বিচারক। বলেন, ‘হেফাজতে কেন দেব? মেয়াদ ফুরোলে আবার তো একই কথা বলবেন!’ জিজ্ঞাসাবাদে উনি সহযোগিতা করছেন না, পাল্টা দাবি করে তদন্তকারী সংস্থা। যদিও সে যুক্তি কার্যত মানতে চাননি বিচারক। বলেন, 'আপনারা প্রশ্ন করলে তবে তো উনি সহযোগিতা করবেন'। সবশেষে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে।
উল্লেখ্য, অপসারিত সুবীরেশ, জোড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। আপাতত ৩ মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ। গত বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী হয়েছিলেন ওমপ্রকাশ।