SUCI Brigade : ৩৫ বছর পর আজ SUCI -র সমাবেশ, লাল নিশান উড়িয়ে এল সমর্থকদের মিছিল
SUCI Brigade Rally : গত বছরের ৫ অগাস্ট দিল্লিতে সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয়েছিল। শনিবার আজ তার পরিসমাপ্তি।
কলকাতা : ৩৫ বছর পর আজ SUCI (কম্যুনিস্ট)-এর ব্রিগেড সমাবেশ। আবার লালে-লাল হল ব্রিগেড। এর আগে, ১৯৮৮ সালে ব্রিগেডে সমাবেশ করেছিল SUCI (C)।পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে একের পর এক মিছিল। সব পথ এসে মিলে যাবে ব্রিগেডে। লাল নিশানে ঢেকেছে ব্রিগেড। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তিতে ব্রিগেডে সমাবেশ করছে এই বামপন্থী দল।
কেমন ভাবে তৈরি হচ্ছে ব্রিগেডের মঞ্চ ?
সকাল থেকেই শহর কলকাতার প্রাণকেন্দ্রে, রাজনৈতিক সভা-সমিতির প্রাণকেন্দ্র ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে চলেছে প্রস্তুতি। আর সারা রাজ্য থেকে আসেন দলীয় সমর্থকেরা। ১৩০ ফুট লম্বা ৩০ ফুট চওড়া SUCI (কম্যুনিস্ট)-এর সমাবেশ মঞ্চ। দেশের কোনও রাজ্য়েই এই মুহূর্তে দলের কোনও বিধায়ক বা সাংসদ নেই এই বামপন্থী দলের, তা সত্ত্বেও ব্রিগেড ভরানোর বিষয়ে আত্মবিশ্বাসী ছিল দলীয় নেতৃত্ব। শনিবার বক্তব্য রাখার কথা এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের।
কোন কোন রাস্তা ধরে এগোচ্ছে মিছিল ?
পায়ে - পায়ে এগিয়ে আসে মিছিল বিভিন্ন পথ ধরে। হাওড়া স্টেশন থেকে একটি মিছিল এগোয় সকাল থেকে। তেমনই বিভিন্ন জেলা থেকে সমর্থকেরা শিয়ালদায় জড়ো হয়ে পদযাত্রা করে এগিয়ে আসে ব্রিগেডের দিকে। আরও এক দল আসেন আলিপুরের উত্তীর্ণ ভবনের কাছ থেকে । দলীয় নেতৃত্বের আশা ছিল, বিভিন্ন জেলা থেকে দলে দলে বাসে করে এসে মিছিলে যোগ দেবেন সমর্থকরা। সকাল থেকেই SUCI এর ঝাণ্ডা হাতে ব্রিগেডমুখী হতে দেখা গেল বহু সমর্থককে। সকলেরই আশা অনুসারে লাল নিশানে ভরল ব্রিগেডের মাঠ।
গত বছরের ৫ অগাস্ট দিল্লিতে সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয়েছিল। শনিবার আজ তার পরিসমাপ্তি। ২৫টি রাজ্য থেকে ব্রিগেডে এলেন নেতা, কর্মীরা। মূল বক্তা সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, হরিয়ানার রাজ্য় সম্পাদক সত্য়বান ও কর্ণাটকের নেতা কে রাধাকৃষ্ণ। দেশের বাইরে থেকেও আসছেন সমর্থকরা। বামপন্থী দলের নেতারা আসছেন বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল থেকেও।
আরও পড়ুন :
শেষ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স, কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন