Sukanta Majumder: শুভেন্দুর পর সুকান্ত, দিল্লিতে শাহি-সাক্ষাৎ বিজেপির রাজ্য সভাপতির
Amit Shah: শুভেন্দু দেখা করার পরদিনই অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: শুভেন্দুর শাহি-সাক্ষাতের পরের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কী আলোচনা:
দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরে সুকান্ত মজুমদার বলেন, 'কীভাবে পঞ্চায়েত ভোটে লড়াই, নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতি জানেন অমিত শাহ, বলেছি হিংসা বাড়ছে।'
মঙ্গলবারই দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার কদিন আগেই রাজ্যে এসেছিলেন অমিত শাহ। রাজ্য বিজেপি অফিসে বাছাই দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরেরদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন তিনি। ঠিক তারপরেই মঙ্গলবার দিল্লি যান শুভেন্দু। আর বুধবার দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির প্রধান দুই মুখ- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু দুই নেতা পরপর ২ দিনে, আলাদা আলাদা করে অমিত শাহের সঙ্গে দেখা করায় রাজ্য রাজনীতিতে কৌতূহল তৈরি হয়েছে।
অমিত শাহের কাছে একাধিক অভিযোগ করেছিলেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে রাজ্যে একাধিক মামলা হয়েছে। সেই সব মামলা নিয়ে একটি তথ্যপঞ্জি তিনি তুলে দেন অমিত শাহের হাতে। অভিযোগ করেন, তাঁকে বিভিন্নভাবে ফাঁসানো হচ্ছে। মামলায় বহর দেখে অমিত শাহ বিস্ময়প্রকাশ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু। মঙ্গলবার দিল্লিতে শাহের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। এছাড়াও, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেন তিনি।
'ডেডলাইন' দাবি:
দীর্ঘ দিন ধরেই ডিসেম্বর ডেডলাইনের কথা শোনা গিয়েছিল রাজ্য বিজেপির নেতাদের মুখে। আরও একধাপ এগিয়ে ৩টি দিন ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে সরগরম হয়েছে। এরই মধ্যে সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু এবং আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী। এবার দিল্লি থেকে ফেরার পরে ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুর বদল শুভেন্দুর। তিনি বলেন, 'বাংলায় ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি। বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজার চলবে।' কাঁথির সভা থেকে ডিসেম্বর ডেডলাইন নিয়ে ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী।
মদনের কটাক্ষ:
শুভেন্দুকে 'তারিখ'-চ্যালেঞ্জ করেছেন মদন মিত্র। তিনি বলেন, 'শুভেন্দু বুঝতে পারেননি, ডেটলাইন বলতে গিয়ে নিজের ডেডলাইন করে দিয়েছে। বিরোধী দলনেতার স্ট্যাটাস ভুলে পাড়ার গুন্ডার মতো কথা বলছেন। শুভেন্দু হয়ত জানুয়ারিতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওঁর দল ওঁর উপর বিরক্ত।'
আরও পড়ুন: বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি, ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল শুভেন্দুর