Governor Molestation Case : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এবার বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের
C V Ananda Bose Case : গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই অস্থায়ী ওই মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ আনে । ঘটনার পরই তোলপাড় পড়ে যায়।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। সেই মামলায় এবার পদক্ষেপ করল শীর্ষ আদালত। এই মামলায় রাজ্যকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও নোটিস জারি করেছে আদালত।
রাজ্য়পালের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মচারী। সুপ্রিম কোর্টে তাঁর আবেদন, '২৪ এপ্রিল এবং ২ মে যে ঘটনা ঘটেছে তার তদন্ত শেষ হওয়া জরুরি। প্রমাণ সংগ্রহের কাজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব নয়'। এর প্রেক্ষিতেই কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্দেশে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে শুক্রবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে । সেখানেই মোট তিনটি নির্দেশ দেন তিন বিচারপতি।
আরও পড়ুন : খামখেয়ালি বর্ষা ! তৃণমূলের ২১ জুলাইয়ের সভার সময় 'পয়মন্ত' বৃষ্টি হবে তো?
গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই অস্থায়ী ওই মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ আনেন । ঘটনার পরই তোলপাড় পড়ে যায়। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে। রাজভবনের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়। রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে FIR দায়ের করে কলকাতা পুলিশ। পাশাপাশি, অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও নেওয়া হয়। রাজভবনের ৩ কর্মী SS রাজপুত, কুসুম ছেত্রী ও সন্ত লালের বিরুদ্ধে অভিযোগকারিণীকে রাজভবন থেকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ওই মহিলা। কিন্তু রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবচ থাকায় পুলিশ আর তদন্ত এগোতে পারেনি।
কলকাতা হাই কোর্ট পুলিশের তদন্তে স্থগিতাদেশ জারি করার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী। শুক্রবার ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ও আরও দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্র ও রাজ্যের উদ্দেশে নোটিশ জারি করে।
আরও পড়ুন :
'সুকান্তর শুভেন্দুর জুতো পালিশ করারও যোগ্যতা নেই', হঠাৎ কেন শুভেন্দুর স্তুতি কুণালের?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।