Suvendu Adhikari: 'নিয়মিত অনিয়ম', রাজ্য়ে হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগেও দুর্নীতির অভিযোগ শুভেন্দুর
Health Recruitment Board: রাজ্য়ে হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগেও দুর্নীতি? প্রভাবশালীদের ইচ্ছে মতো বদলি?
ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায় ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: হেলথ্ রিকরুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে ২০১১ সাল থেকে নিয়োগে দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বোর্ডের ভিতরের নির্ভরযোগ্য় সূত্রে খবর পেয়ে তথ্যের অধিকার আইনে আবেদন করেছেন বলে এক্স হ্য়ান্ডেলে দাবি করেছেন বিরোধী দলনেতা। ২০২২ সালের আগের নিয়োগ নিয়ে কিছু জানেন না বলে দাবি বর্তমান বোর্ড চেয়ারম্য়ানের। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল (TMC)।
রাজ্য়ে হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের (Health Recruitment Board) নিয়োগেও দুর্নীতি (Corruption)? প্রভাবশালীদের ইচ্ছে মতো বদলি? শিক্ষায় নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগে দুর্নীতি, কয়লা-গরু পাচার, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে রাজ্য়ে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। এই আবহেই এবার হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এক্স হ্যান্ডেলে কী লিখলেন শুভেন্দু: শুক্রবার এক্স হ্য়ান্ডেলে তিনি লেখেন, 'রাজ্যের হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ পদ্ধতিতে গুরুতর অনিয়ম হয়েছে। ২০১১ সাল থেকেই নিয়মিত অনিয়ম হয়েছে নিয়োগের পদ্ধতিতে। বদলিও করা হয়েছে কিছু প্রভাবশালী লোকের ইচ্ছে মতো। শুভেন্দু অধিকারীর দাবি, হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের ভিতর থেকেই নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছেন তিনি। তথ্যের অধিকার আইনে আবেদন করেছেন বলেও এক্স হ্য়ান্ডেল পোস্টে জানিয়েছেন তিনি।
রাজ্য়ে হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগেও দুর্নীতি? হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ড চেয়ারম্য়ান সুদীপ্ত রায় বলছেন, ২০১১ সালের ব্য়াপারে আমি বলতে পারব না। ২০২২ সালের এপ্রিল মাসে আমি এসেছি। সেই সময়ের পরে যে রিকরুটমেন্ট হয়েছে প্রত্য়েকটা রিকরুটমেন্ট স্বচ্ছতার সঙ্গে হয়েছে। প্রত্য়েকটা প্রার্থী কে কত নম্বর পেয়েছেন জিসপ্লে করে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আরটিআইতে কোনও অসুবিধা নেই।
করোনার সময় স্বাস্থ্য দফতরে (Health Department ) হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও স্বাস্থ্য দফতরে নিয়োগে ব্য়াপক দুর্নীতির অভিযোগে কিছুদিন আগেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্য়ের হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ আনলেন তিনি।