Suvendu Adhikari : ‘১২, ১৪, ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার
Suvendu Adhikari December Threat : বঙ্গ রাজনীতির অলিন্দে এখন একটাই প্রশ্ন কী হবে ডিসেম্বরে? শীতকাতুরে ডিসেম্বরে কি উত্তপ্ত হয়ে উঠতে পারে বাংলার রাজনীতি?
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) একবার ডিসেম্বরে বড় কিছু ঘটার ইঙ্গিত দিলেন! কিন্তু কী হবে, তা নিয়ে আগের মতোই ধোঁয়াশা বজায় রাখলেন! বললেন, রাজ্য রাজনীতিতে তুঙ্গে ডিসেম্বর সাসপেন্স ।
তেতে উঠছে বঙ্গভূমি
পঞ্চায়েত ভোট ( Panchayet Poll ) সম্মুখে। ক্রমেই তেতে উঠছে বঙ্গভূমি। একদিকে চারিদিক থেকে বোমা, অস্ত্র উদ্ধার। জেলা জেলা থেকে শাসকদলের অন্দরে তীব্র অন্তর্কলহের অভিযোগ। জমে উঠছে রাজনৈতিক কাজিয়া। কলকাতায় এবার ৩টি তারিখ জানালেন শুভেন্দু। ‘১২, ১৪, ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার।
আরও পড়ুন :
আরও পড়ুন:মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, আমি কেন খারাপ কথা বলব?প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
অভিষেক বনাম শুভেন্দু
সম্প্রতি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, 'এই মাসেই আবার আসব, এক হাতি-গাড়ি লাড্ডু নিয়ে আসব, কারণটা বলছি না। এ মাসের শেষেই আসব। বিজয় দিবস পালব করব। তৈরি থাকুন। আবার লাড্ডু বিলি হবে। আমি যা ধরি তা শেষ করে ছাড়ি। স্টার্টিংয়ে না ফিনিশিংয়ে বিশ্বাস করি।'
এর জবাবও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে অধিকারী-গড়ে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বলেন, ' এই যে ডিসেম্বর ধামাকা, সরকারটা পড়ে যাবে বলছে, আপনি জানেন আমি যদি দরজাটা খুলে দিই, তাহলে দরজাটা উঠে যাবে। কী ভাইরা দরজা খুলব? একটু খুলি? খুলব, না খুলব না? খুলব দরজাটা? ছোট্ট করে? ডিসেম্বর মাসেই? আচ্ছে তাহলে খুলছি ছোট্ট করে। এই ডিসেম্বরেই খুলব।'
ডিসেম্বর - হুমকি সামনে এসেছে বারবার
নাম করে না করে একে অপরের দিকে দুর্নীতি নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন দুই মহারথী। এর আগেই দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, ডিসেম্বর - হুমকি সামনে এসেছে বারবার। এবার আবার শুভেন্দুর মুখে ডেডলাইন। এর জবাবও দিলেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন, ‘বিজেপি নেতারা তারিখ দেবেন, এজেন্সি প্যারেড করবে। এই ৩টি তারিখে এজেন্সি তৎপর হলে, বোঝা যাবে বিজেপির কথায় চলছে’ প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ।
বঙ্গ রাজনীতির অলিন্দে এখন একটাই প্রশ্ন কী হবে ডিসেম্বরে? শীতকাতুরে ডিসেম্বরে কি উত্তপ্ত হয়ে উঠতে পারে বাংলার রাজনীতি?