Suvendu Adhikari: অভিষেকের শিশুপুত্রকে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার! শুভেন্দুর বিরুদ্ধে FIR, নালিশ শিশু সুরক্ষা কমিশনেও
Abhishek Banerjee: বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানান কুণাল।

কলকাতা: রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা সম্পর্কে কুমন্তব্যে একাধিক জায়গায় অভিযোগ জমা পড়েছে তাঁর নামে। এ বার তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) শিশুপুত্রকে নিয়ে মিথ্যাচার করেছেন বলে বিরোধী দলনেতা (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বেলেঘাটা থানায় এফআইআর দায়ের হল। শিশু অধিকার সুরক্ষা কমিশনেও নালিশ জানানো হয়েছে বলেও জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
অভিষেকের ছেলেকে নিয়ে ট্যুইট, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানান কুণাল। তিনি বলেন, "শিশু অধিকার সুরক্ষা কমিশনেও অভিযোগ জমা পড়েছে। অভিষেকের মাত্র তিন বছর বয়সি শিশুপুত্রকে জড়িয়ে মিথ্যা অভিযোগ, রাজনীতি করছএন। যিনি অভিযোগ করেছেন, তিনিএ একজন মা, শিল্পী রায়। তিনি বলেছেন, রাজীনতিতে এ ভাবে শিশুদের জড়ানো হবে কেন? একটি ফুটবল ক্লাবের অনুষ্ঠানকে জড়িয়ে কুৎসা করা হচ্ছে। এমন চলতে পারে না।"
Grand Celebrations tonight at Taj Bengal !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 13, 2022
Security has been beefed up for the Birthday Party of Koyla Bhaipo’s son.
Over 500 Policemen, Bomb Squad & Dog Squad have been deployed to Guard the venue. Door Frame Metal Detectors & Hand-held Metal Detectors are in place.
শুভেন্দুর বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাজ বেঙ্গল হোটেলে অভিষেকের ছেলে আয়াংশের জন্মদিনের জন্য বিপুল পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে সম্প্রতি ট্যুইট করেন শুভেন্দু। সরাসরি নাম না করলেও, 'কয়লা ভাইপোর ছেলের জন্মদিন' বলে লেখেন তিনি। তা নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচারের অভিযোগ তোলা হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: অভিষেকের পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর
শুভেন্দুর যে ট্যুইট ঘিরে বিতর্ক, সেটি রবিবারের। তাঁর ট্যুইটার হ্যান্ডলে লেখা হয়, ‘আজ তাজ বেঙ্গলে মহোৎসবের আয়োজন হয়েছে। কয়লা ভাইপোর ছেলের জন্মদিন। তার জন্য আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা। ৫০০-র বেশি পুলিশকর্মী, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে পাহারায় মোতায়েন করা হয়েছে। দরজায় বসানো হয়েছে ধাতব পদার্থ শনাক্তকরণের প্রযুক্তি’।
বিজেপি-তে যোগদানের পর থেকে অভিষেককে প্রায়শই 'ভাইপো' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতুষ্পুত্রকে কয়লা কাণ্ডে তদন্তকারীরা ডেকে পাঠানোয়।
Our Chief Patron Shri @abhishekaitc signing the ball which will forever symbolise a stellar first season of DHFC.
— DHFC (@dhfootballclub) November 13, 2022
Dumdaar Har Baar, Diamond Harbour! #DHFC pic.twitter.com/KD0bHaFUho
মিথ্যাচার, অপপ্রচারের অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে
তবে ওই রাতেই শুভেন্দুর দাবি নস্যাৎ করে দেয় তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, "রাজ্যের লোডশেডিংয়ে জেতা বিধায়ক তথা বিরোধী দলনেতাল একটি ট্যুইট করেছেন। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। তাজ বেঙ্গল নাকি সেই জায়গা! স্পষ্ট কথা হল, আজ রাতে কোথাও ডিনার হচ্ছে না। কারণ তাজ বেঙ্গলে দুপুরে যে অনুষ্ঠান হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফুটবল ক্লাবের মুখ্য উপদেষ্টা, তারা আত্মপ্রকাশের প্রথম মরসুমেই প্রিমিয়ার ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করেছে। সেটিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। কিছু উন্মাদ লোকজন তাতেও বিশ্বাসও করেছেন। এই চূড়ান্ত মিথ্যাচারের তীব্র নিন্দা করছি। বুঝতে পারছি, শুভেন্দুর মানসিক বিকৃতি ঘটেছে। অভিষেক ফোবিয়ায় ভুগছেন উনি।" ডায়মন্ড হারবার ক্লাবের তরফেও তাজ বেঙ্গলের অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করা হয়। তা নিয়ে মঙ্গলবার মুখ খোলেন অভিষেকও। এ বার দায়ের হল অভিযোগ।






















