Suvendu Adhikari:'বৃহস্পতিবার সন্দেশখালি যাব', ৪ ঘণ্টা বাসেই আটকে থেকে নামার পর হুঙ্কার শুভেন্দুর
BJP MLA To Sandeshkhali:সন্দেশখালি না গিয়েই ফিরতে হল বিজেপি বিধায়কদের। 'নজর রাখছি, বৃহস্পতিবার যাব', হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
শিবাশিস মৌলিক, কলকাতা: সন্দেশখালি না গিয়েই ফিরতে হল বিজেপি বিধায়কদের। 'নজর রাখছি, বৃহস্পতিবার যাব', হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari on sandeshkhali trip)। এদিন সন্দেশখালির ৬০ কিলোমিটার আগেই আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীদের বাস। প্রায় ৪ ঘণ্টা ধরে সায়েন্স সিটির কাছে আটকে থাকে বাসটি। পরে, বাস থেকে নেমে বিরোধী দলনেতা জানান, সরস্বতী পুজোর পরে ফের সন্দেশখালি যাবেন।
যা ঘটল...
বাধা পেয়ে এদিন বাসের সামনেই বসে পড়েন বিজেপি বিধায়করা। আগামীকাল তৃণমূলের প্রতিনিধিদলের সন্দেশখালি-দর্শনে যাওয়া নিয়ে বিরোধী দলনেতার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ওঁরা বলেছেন, ১৪৪ ধারা যে এলাকায় বলবৎ, তার বাইরে যাবেন। আমরা নজর রাখব। আমাদের আটকাচ্ছে, তাঁদের যেতে দিচ্ছে। ঠিক জায়গায় বিচার হবে।' এর পর 'মমতা-পুলিশের' উদ্দেশে শুভেন্দু অধিকারীর বার্তা, 'একযাত্রায় পৃথক ফল হয় না। আপনার গরু-পাচারকারী মন্ত্রী, বিধায়করা যান, আমরা সঠিক জায়গায় এটিকে দৃষ্টান্ত হিসেবে দেখাব।' সন্দেশখালিকাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে শনিবার বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্ল্যাকার্ড হাতে মিছিল করেন বিজেপি বিধায়করা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মিছিল-শেষে সাংবাদিকদের বলেছিলেন, 'রাজ্যপালকে ২৪ ঘণ্টা সময় দিলাম। আগামীকালের মধ্য়ে শান্তি ফেরাতে না পারলে, তফশিলি জাতি ও উপজাতিদের নিরাপত্তার ব্যবস্থা না করতে পারলে সোমবার আমরা ১৪৪ ধারা ভাঙব। কত ক্ষমতা আছে, গ্রেফতার করে দেখান।' এদিন সন্দেশখালি পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি বিধায়কদের নিয়ে রওনা দেন শুভেন্দুও। কিন্তু গন্তব্যের ৬০ কিলোমিটার আগে, সায়েন্স সিটির কাছে সেই বাস আটকে দেওয়া হয়। দুপুর ১টা ১০ থেকে প্রায় ঘণ্টাচারেক সেখানেই আটকেছিল বিজেপি বিধায়কদের বাস। ব্যারিকেড করে বিজেপি বিধায়কদের বাস আটকে দেওয়ার অভিযোগ ওঠে। ৪ ঘণ্টা পরে বাস থেকে নেমে সরস্বতী পুজোর পরে ফের সন্দেশখালি যাওয়ার হুঙ্কার দেন বিরোধী দলনেতা। সঙ্গে বলেন, 'কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট দেবেন রাজ্যপাল। আমরা যা বলেছিলাম, তার চেয়েও ভয়াবহ অবস্থা সন্দেশখালির...অভিজ্ঞতায় এমনই বলেছেন রাজ্যপাল।'
আগামীকাল তৃণমূল প্রতিনিধিদল...
একদিকে যখন ১৪৪ ধারা জারি করে বিরোধীদের সন্দেশখালি যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম, অন্যদিকে সেখানেই আগামীকাল যাওয়া কথা তৃণমূল প্রতিনিধিদলের। তৃণমূলের প্রতিনিধিদলে থাকার পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীদর। যেখানে ১৪৪ ধারা নেই, সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলা হবে, খবর তৃণমূল সূত্রে।