Suvendu on Amit Shah: 'আপনার উপস্থিতি মনোবল বাড়ায়', শাহ-কে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুদের
Suvendu Sukanta on Amit Shah : রাজ্যে অমিত শাহর সফর উপলক্ষে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দু ও সুকান্তদের। কী বললেন বিরোধী দলনেতা ?
কলকাতা: রাজ্যে অমিত শাহর (Amit Shah) সফর উপলক্ষে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দু ও সুকান্তদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন ট্যুইটে শুভেন্দু লিখেছেন, 'মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উষ্ণ স্বাগতম। রাজ্যে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে এবং মনোবল বাড়ায়।'। পাশাপাশি এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজমুদারও ট্য়ুইটে স্বাগত জানিয়েছেন শাহকে।
Warm Welcome to Hon'ble Union Home Minister Shri @AmitShah Ji on your visit to the State of West Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 14, 2023
Your presence inspires us & boosts the morale of the @BJP4Bengal Karyakartas. The people of West Bengal have been eagerly waiting for your arrival. pic.twitter.com/FOUZtjYmsy
Welcome Hon’ble Union Minister Shri @AmitShah ji in West Bengal today. pic.twitter.com/lMkMQSyxJB
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 14, 2023
আজ দুপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার রাতেই নিউটাউনের একটি হোটেলে দলের কোর কমিটি ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রবিবার অমিত শাহর সভাস্থলেই সভা ফিরহাদের।
রাজ্যে এর আগেও একাধিকবার ভোটের আগে সভা করেছেন তিনি। বোলপুর, বিশ্বভারতীতেও এর আগে সফর করেছিলেন তিনি। তবে রাজ্যে দোরগড়ায় পঞ্চায়েত ভোট। আর তার আগেই শাহ-র সভা ঘিরে গুঞ্জন রাজনৈতিক মহলে। এদিকে ইতিমধ্যেই রাজ্যের একাধিক সভায় অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দিল্লি যাওয়ার কথা জানিয়েছেন। কৃষি থেকে জলের ইস্যু যেখানে খুব ছিল প্রাসঙ্গিক। এবার কথা হল কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ, নাকি নিয়োগ দুর্নীতি, বগটুইকাণ্ড নাকি রাজ্যের একাধিক অশান্তির ইস্যু এদিন শাহ-র বক্তব্যে উঠে আসবে, তা নিয়েই অপেক্ষায় সারা বাংলা।
আরও পড়ুন, আজ অনুব্রতগড়ে শাহ-র সভা, সপ্তাহান্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলেই সভা ফিরহাদেরও
প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে রামনবমীর মিছিল ঘিরে হাওড়া, হুগলি অশান্তির পর ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবপুর, ডালখোলা, রিষড়ায় দফায় দফায় অশান্তি হয়েছিল। বঙ্গ বিজেপির কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই রিপোর্ট তলব চেয়ে পাঠিয়েছিলেন তিনি। পুলিশ কেন পর্যাপ্ত ব্যবস্থা করেনি তা জানতে চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক, এমনই খবর সূত্রের।