Tapas Roy: পার্থ-সুদীপের বিরুদ্ধে সরব বার বার, তৃণমূলে গুরুত্ব বাড়ল তাপসের, পেলেন নয়া দায়িত্ব
TMC Updates: এর আগে, উত্তর কলকাতার জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে তাপস রায়কে সরানোর পরই শুরু হয় বিতর্ক।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে হেভিওয়েট নেতার গ্রেফতারিতে তখন অস্বস্তি তৃণমূলে (TMC)। সেই অস্বস্তি আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছিলেন তিনি। প্রকাশ্যে মুখ খুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattrejee) বিরুদ্ধে। সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও (Sudip Banerjee) আক্রমণ করতে পিছপা হননি। তাতে তৃণমূলে তাঁর মেয়াদ নিয়ে প্রহর গুনতে শুরু করেছিলেন অনেকেই। নিজে যদিও বার বার জানিয়েছেন, তিনি তৃণমূলেরই অনুগত, দলেরই ভাল চান। এ বার তৃণমূলে দায়িত্ব বাড়ল বরাহনগরের বিধায়ক তাপস রায়ের। তাঁকে উত্তর ২৪ পরগনার দমদম এবং ব্যারাকপুরের জেলা সভাপতি করল তৃণমূল।
তৃণমূলে দায়িত্ব বাড়ল বরাহনগরের বিধায়ক তাপস রায়ের
সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। 'দিদির সুরক্ষাকবচ' এবং 'দিদির দূত', দুই নয়া কর্মসূচি নিয়ে মাঠে নামছে তারা। সেই আবহেই তাপসের গুরুত্ব বাড়ল দলে। বুধবার তাঁর হাতে তুলে দেওয়া হল দমদম এবং ব্যারাকপুরের দায়িত্ব। দায়িত্ব পেয়ে এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানান তাপস। তিনি বলেন, "দল যে দায়িত্ব দিয়েছে, তা পালনের চেষ্টা করব।"
আরও পড়ুন: Vande Bharat: 'CBI তদন্তের প্রয়োজন নেই', বন্দে ভারতে হামলায় সিআইডি তদন্তের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
এর আগে, উত্তর কলকাতার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন তাপস। পরে তাঁর জায়গায় উত্তর কলকাতার জেলা তৃণমূলের সভাপতি করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee)। কিন্তু উত্তর কলকাতার জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে তাপস রায়কে সরানোর পরই শুরু হয় বিতর্ক। তাপস নিজেও বার বার সুদীপের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে এ দিন তাপস নয়া দায়িত্ব পাওয়ায় খুশি তাঁর অনুগামীরা।
তাপস এবং সুদীপের মধ্যে বাগযুদ্ধ এমন জায়গায় পৌঁছয় যে, এর আগে সুদীপের সঙ্গে তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া তমোঘ্ন ঘোষের দহরম মহরম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপস। তাতে তাপস তৃণমূলের প্রতি সুদীপের আনুগত্য নিয়েই প্রশ্ন তুলেছিলেন বলে মনে হয়েছিল অনেকেরই।
উত্তর কলকাতার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন তাপস
এর জবাব দিতে দেরি করেননি সুদীপও। হাতি যখন রাস্তা দিয়ে যায়, তাকে দেখে কুকুরের দল ডাক ছাড়তে থাকে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। এর পাল্টা তাপস জানিয়েছিলেন, তিনি দুর্নীতিগ্রস্ত নন। হেফাজতেও থাকেননি। দলকে সতর্ক করা তাঁর কাজ। সেই কাজই করেছেন। তাঁদের এই প্রকাশ্য তরজা নিয়ে কম সমালোচনা হয়নি। বিজেপি-র তরফেও উড়ে এসেছিল কটাক্ষ। তবে শেষ মেশ বাড়তি দায়িত্ব পেলেন তাপস।
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
