Tapas Roy: দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ, বহিষ্কার করা উচিত, তারাই বহাল তবিয়তে: তাপস রায়
Tapas Roy Left TMC: লোকসভা ভোটের আগে তৃণমূল বিধায়ক পদ ত্যাগ তাপস রায়ের। দল থেকেও ইস্তফা।
কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে তৃণমূল ছাড়লেন তাপস রায় (Tapas Roy Left TMC)। বিধানসভায় গিয়ে ছাড়লেন বিধায়ক পদও। পদ ছেড়ে দলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। সুদীপের বিরুদ্ধে মুখ খোলায় কুণাল ঘোষকে শোকজ প্রসঙ্গেও বিস্ফোরক তাপস রায়। তাঁর বক্তব্য, 'যাদের শো কজ করা উচিত তারা বহাল তবিয়তে। এই তো দলের অবস্থা।'
দলত্যাগ তাপস রায়ের: দলত্যাগের আগে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বরানগরের বিধায়ক। একইসঙ্গে বিধায়ক পদ ও তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকেও ইস্তফা দিয়েছেন তাপস রায়। তাঁর কথায়, 'সন্দেশখালি ও দুর্নীতি তাড়না বাড়িয়েছে। বাড়িতে ED-র হানার ৫২ দিন পরেও খোঁজ নেননি মুখ্যমন্ত্রী। অথচ মমতা শেখ শাহজাহানের বাড়িতে ED-র অভিযান নিয়ে বিধানসভায় সরব হয়েছেন। ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ED-র হানা নিয়ে উল্লাস করেছিলেন দলের একাংশ। সেই সময় ফোন করেও খোঁজ নেয়নি দল। আমি ভারাক্রান্ত।'
দিনকয়েক আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল বলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরব হন তাপস রায়ও। আর এবার কুণাল ঘোষকে শোকজ করল তৃণমূল। কেন দল বিরোধী মন্তব্য? জবাব দিতে হবে কুণালকে। শোকজ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'চিঠি পড়ে মন্তব্য করব।' আর এই বিষয়ে এবার মুখ খুললেন সদ্য দলত্যাগী তাপস পায়। তিনি বলেন, 'দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ, বহিষ্কার করা উচিত, তারাই বহাল তবিয়তে।'
কী বলেছিলেন কুণাল ঘোষ?
দিনকয়েক আগে পদ থেকে সরে দাঁড়ান কুণাল ঘোষ। একইসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরদ্ধে সরব হয়েছিলেন তিনি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বলেন, "সব জায়গায় বিজেপি বনাম তৃণমূল হলেও শুধুমাত্র উত্তর কলকাতায় বিজেপির দুই প্রার্থী। একজন বিজেপির প্রতীকে ভোটে দাঁড়াবেন, আরেকজন লড়বেন জোড়াফুল প্রতীকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক। উনি হাওয়া বুঝে সেই দিকে যান। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে ফের ঢোকার পথ খুলে দিয়েছিলাম, আজ তিনিই গ্রুপবাজি করছেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Abhijit Ganguly Update: 'বাম ঘেঁষা' বিচারপতি কি এবার গেরুয়া শিবিরে? চলছে জল্পনা