Taratala Flyover Close: আজ থেকে বন্ধ তারাতলা উড়ালপুল, তীব্র যানজটের আশঙ্কা
আজ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত তারাতলা উড়ালপুলে বন্ধ থাকবে যান চলাচল। এর ফলে দক্ষিণমুখী গাড়িগুলি তারাতলা ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোড (Diamond Harbor Road) ধরে যাবে।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মেরামতির (Maintainance Work) জন্য বন্ধ হল তারাতলা উড়ালপুল (Taratala Flyover)। ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। এর ফলে দক্ষিণমুখী গাড়িগুলি তারাতলা ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোড ধরে যাবে। উত্তরমুখী গাড়িগুলিও ঘুরিয়ে দেওয়া হবে। ২ দিন তারাতলা উড়ালপুল বন্ধ থাকায় ডায়মন্ড হারবার রোডে (Diamond Harbor Road) যানজটের (Traffic Jam) আশঙ্কা।
বন্ধ হল তারাতলা উড়ালপুল: কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের দায়িত্ব PWD বা পূর্ত দফতরের। ফ্লাইওভারের দুটো গার্ডারের মাঝে যে এক্সপেনশন জয়েন্ট থাকে, সেটা মেরামতের কাজ করবে। তাই দক্ষিণমুখী অর্থাৎ তারাতলা থেকে ডায়মন্ড হারবার মুখী রাস্তা এবং উত্তরমুখী অর্থাৎ বেহালা থেকে তারাতলা মুখী যে রাস্তা বন্ধ থাকবে। ইতিমধ্যেই দক্ষিণমুখী রাস্তায় কাজ শুরু হয়েছে। উত্তরমুখী রাস্তা বন্ধ হচ্ছে বিকেল ৫টা থেকে। আগামীকাল রবিবার, ফলে গাড়ির চাপ খানিকটা কম থাকবে, তাই সপ্তাহান্তে এই কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইওভার বন্ধ থাকলেও, নিচের রাস্তা খোলা থাকবে।
View this post on Instagram
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৫ মার্চ রাত থেকে বন্ধ হয় গড়িয়াহাট উড়ালপুল। ভারবহন ক্ষমতা পরীক্ষা শুরু করেছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (Hooghly River Bridge Commission)। উড়ালপুল বন্ধের জেরে, অফিস টাইমে পার্ক সার্কাস থেকে গড়িয়াহাটগামী সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে প্রবল যানজটের সৃষ্টি হয় । ট্রাফিক পুলিশের তরফে বোর্ড, গার্ডরেল দিয়ে পথ আটকানো হয়। সৈয়দ আমির আলি অ্যাভিনিউ থেকে গড়িয়াহাটের দিকে ফ্লাইওভারের তলা দিয়ে বাস এবং অন্যান্য গাড়ি রুট ঘুরিয়ে দেওয়া হয়। যানজট সামাল দেওয়ার চেষ্টা করে ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন: Market Price Hike: আগুন বাজারে ইবি-র অভিযান, আদৌ কতটা সুরাহা মিলবে? সংশয়ে সাধারণ মানুষ