Tathagata Roy: ‘টাকা-পয়সা, মহিলার জন্য আসা ধান্দাবাজদের বিজেপি-র বাইরে রাখা উচিত’, ফের মুখ খুললেন তথাগত
West Bengal BJP: ট্যুইটারে প্রায়শই দলকে নিশানা করেন তিনি। তৃণমূল এবং সিপিএম থেকে আসা নেতাদের উপর নির্ভর করে বঙ্গ বিজেপি নেতৃত্ব ভুল করছেন, এমনও শোনা গিয়েছে তাঁকে বলতে।
কলকাতা: রাজ্যে দলের দায়িত্ব সামলেছেন একসময়। কিন্তু আজ সক্রিয় ভূমিকায় নেই (BJP)। তবে ট্যুইটারে মন্তব্য করা থেকে মোটেই বিরত থাকেন না তথাগত রায় (Tathagata Roy)। এ বার এবিপি আনন্দের ক্যামেরায় বঙ্গ বিজেপি-কে নিয়ে মুখ খুললেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি থেকে অন্য দল থেকে লোক নেওয়া, সব ছুঁয়ে গেলেন তিনি। নিশানা করলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে।
এবিপি আনন্দের ক্যামেরায় বঙ্গ বিজেপি-কে নিয়ে মুখ খুললেন তথাগত
ট্যুইটারে প্রায়শই দলকে নিশানা করেন তিনি। তৃণমূল এবং সিপিএম থেকে আসা নেতাদের উপর নির্ভর করে বঙ্গ বিজেপি নেতৃত্ব ভুল করছেন, এমনও শোনা গিয়েছে তাঁকে বলতে। অন্য দল থেকে আসা নেতাদের চেয়ে আদি বিজেপি-র উপরই কি তাহলে ভরসা তাঁর! সেই নিয়ে প্রশ্ন করলে তথাগত বলেন, "আমার চিরকালই এমন মনে হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে সে কথা বার বরা বলেও ছিলাম। তখনও কোনও সক্রিয় ভূমিকা ছিল না। তাই প্রকাশ্যে না হলেও, বার বার বলেছি। কিন্তু কেউ কর্ণপাত করেননি। ফলও মিলেছে হাতেনাতে। পালে প্রবল হাওয়া থাকা সত্ত্বেও হেরে ভূত হয়ে গেল বিজেপি। তাতে 'নাকের বদলে নরুন পেলাম, টাকডুমাডুমডুম' এই বলে যুক্তিও সাজানো হল।"
বাইরে থেকে বিজেপি-তে এসে ওঠা লোকজনকে নিয়ে তথাগত বলেন, "দলের প্রতি নিষ্ঠা থাকা দরকার। যাঁরা শুধু টাকা-পয়সা, মহিলা, এই সব ধান্দা নিয়ে এসেছেন, তাঁদের যতদূর সম্ভব বাইরে রাখা উচিত। তাঁরা কারা, সকলে জানেন। দলের ভিতরের সকলে তো জানেনই।" অর্ধশিক্ষিত, নির্বোধ এবং তৃণমূল-বিজেপি থেকে আসা ধান্দাবাজ লোকজনের উপর দায়িত্ব দিলে, দল মুছে যাবে বলেও মন্তব্য করেছেন তথাগত। কিন্তু তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়রাই এই মুহূর্তে পারফর্মার বিজেপি-তে সেই তালিকায় রয়েছেন অগ্নিমিত্রা পাল, খগেন মুর্মুরাও। কিন্তু তথাগতর দাবি, এঁরা যেমন রয়েছেন, তালিকায় রয়েছেন মুকুল রায়, অর্জুন সিংহ এবং সম্প্রতি তৃণমূলে যোগদানকারী সুমন কাঞ্জিলালও।
আরও পড়ুন: SSC Case: মানসিক নির্যাতনের শিকার পার্থ! শুনানিতে কেঁদে ফেললেন অর্পিতা, তৃণমূল বলল ‘সব নাটক’
এর আগেও '২১-এর নির্বাচনে বিজেপি-র পরাজয়ের জন্য কামিনী কাঞ্চনে ডুবে থাকার কথা বলতে শোনা গিয়েছিল তথাগতকে। এ দিনও ফের সেই কথাই ফিরে আসে তথাগতর মুখে। তিনি বলেন, "একজন অভিনেত্রী, তাঁরা নানা গুণাগুণ রয়েছে। সে কথায় যাচ্ছি না। কিন্তু সেই অভিনেত্রী বিজেপি-র টিকিট পেয়ে তৃণমূলের এক জন তাবড় নেতার সঙ্গে স্টিমার পার্টিতে গিয়ে জলকেলি করলেন। তার পরও তাঁর টিকিট বাতিল হল না! একে কী বলবেন! এমন কাজ সুস্থ মস্তিষ্কের কোনও মানুষ কখনও করেন! দলের মধ্যে এ নিয়ে কোনও প্রতিবাদই শোনা যায়নি।"
ট্যুইটারে প্রায়শই দলকে নিশানা করেন তথাগত
এ ছাড়াও দিলীপ ঘোষকেও এ দিন নাম না করে নিশানা করেন তথাগত। নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষ, যে ভাষায় কথা বলেছেন, তা বাঙালি মধ্যবিত্তকে বিজেপি বিমুখ করে তোলে বলে দাবি তথাগতর। কলকাতার মধ্যবিত্ত বাঙালি দিলীপকে বিজেপি-র রাজ্যস্তরীয় নেতার পরিবর্তে স্থানীয় গুন্ডা বলে ভাবতে বাধ্য করেছিল বলেও দাবি করেন তিনি।