Kolkata: রাজ্যে বাড়়ল আরও ৮টি থানা, দমদম থানা ভেঙে নাগেরবাজার থানা
Kolkata News :বীজপুর থানা ভেঙে জেটিয়া থানা গঠন। নৈহাটি থানা ভেঙে হালিশহর, শিবদাসপুর থানা গঠন। বেলঘরিয়া থানা ভেঙে কামারহাটি, দক্ষিণেশ্বর থানা।
কলকাতা: রাজ্যে আরও ৮টি নতুন থানা। দমদম (dumdum) থানা ভেঙে নাগেরবাজার (nager bazar) থানা গঠনের সিদ্ধান্ত। বীজপুর থানা ভেঙে জেটিয়া থানা গঠন। নৈহাটি থানা ভেঙে হালিশহর, শিবদাসপুর থানা গঠন। বেলঘরিয়া থানা ভেঙে কামারহাটি, দক্ষিণেশ্বর থানা। জগদ্দল থানা ভেঙে বাসুদেবপুর থানা গঠন। টিটাগড় থানা ভেঙে মোহনপুর থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠকে বারাকপুর মহকুমায় যে আটটি থানা তৈরি হবে সেগুলি হল, হালিশহর, নাগেরবাজার, দক্ষিণেশ্বর, কামারহাটি, জেটিয়া, শিবদাসপুর, বাসুদেবপুর এবং মোহনপুর। যেমন হালিশহর থানা তৈরি হচ্ছে বীজপুর থানা ভেঙে।
এর আগে, রাজ্যে আরও তিনটি নতুন থানা গঠনের প্রস্তাবের ছাড়পত্র দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এজন্য প্রয়োজনী শূন্যপদ তৈরির অনুমতিও মিলেছে। নবান্নে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, পুরলিয়ার মফস্বল ও কেন্দা থানা ভেঙে তৈরি হবে টামনা থানা। নদিয়ায় পলাশিপাড়া থানা ভেঙে হবে তেহট্ট থানা। দীর্ঘ দিন ধরে থানার দাবি ছিল সেখানে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা ভেঙে হবে নরেন্দ্রপুর থানা। এলাকার জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা উপদ্রবহীন রাখতে একাধিক নতুন থানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। সেই তালিকায় যোগ হল আরও ৩।
এর আগে গত বছর, রাজ্য সরকার আরও ১১ টি থানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী উদ্যোগ নেওয়া হয়েছিল। ১১ টা থানার মধ্যে বারাকপুর মহকুমায় রয়েছে ৮ টি থানাই। বাকি তিনটি থানার মধ্যে একটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি কীর্ণাহারে, এদিকে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্যে জঙ্গি কার্যকলাপ ও নাশকতা ঠেকাতে এসটিএফের অধীনে দু’টি থানা করারও। পাশাপাশি নতুন ৭৭৯টি পদ বাড়ছে রাজ্য পুলিশেও।