Viral Video: ২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! হুমকি তৃণমূলের ব্লক সভাপতির
TMC Leaders Viral Video:কুলটির সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতির হুমকির ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নিয়ামতপুরের সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের হুমকি নিয়েই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
আসানসোল: ২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! বৃহস্পতিবার এমনই হুমকি দিতে শোনা যায় তৃণমূলের এক নেতাকে। নিয়ামতপুরের সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের হুমকির ভিডিওটি এরপর ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই ভিডিও নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।
কী বলেছেন কুলটির তৃণমূলের ব্লক সভাপতি?
- ‘কুলটির প্রতি ওয়ার্ড থেকে ২টি করে বাস ভর্তি লোক আনতে হবে’
- ‘যে কাউন্সিলর করতে পারবে না, তার ওয়ার্ডে কাজ বন্ধের ব্যবস্থা হবে’
কুলটির সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতির হুমকির ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নিয়ামতপুরের সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের হুমকি নিয়েই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
এদিকে, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন যে ২১ জুলাইয়ের সমাবেশের নামে কোথাও কোনওরকম টাকা তোলা যাবে না। নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কারের কথাও বলা হয়েছে।
আরও পড়ুন, মাহেশের রথযাত্রায় এবার অনলাইনেই দেওয়া যাবে পুজো, কুরিয়ারে মিলবে ভোগ
কী বলেছেন অভিষেক:
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন, ২১ জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করে টাকা তুললে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
কেন এমন নির্দেশ:
বারবার তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে মাঝেমধ্যেই খবর আসে যে ২১ জুলাইয়ের সমাবেশের কারণ দেখিয়ে চাঁদা তোলা হয়েছে। সেই কারণেই এবার আগেভাগে বার্তা দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহল সূত্রের খবর।