Kalyan On Rajib: দ্বন্দ্ব ভুলে ফের এক ফ্রেমে, 'ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব', দাবি কল্যাণের
Kalyan Rajib Meet: বছর ঘুরলেই বিধানসভা ভোট, 'একইফ্রেমে' এলেন কল্যাণ-রাজীব, শ্রীরামপুরে বৈঠকে বদলাল সমীকরণ ?

হুগলি: গ্রীষ্ম পড়ার আগেই বঙ্গ রাজনীতিতে বরফ গলা শুরু। একসঙ্গে 'একইফ্রেমে' এলেন কল্যাণ-রাজীব। ছাব্বিশের ভোটের আগে দ্বন্দ্ব ভুলে তৃণমূলে হেভিওয়েট নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
বছর ঘুরলেই বিধানসভা ভোট, শ্রীরামপুরে কল্যাণ-রাজীবের বৈঠকে বদলাল সমীকরণ ?
একুশের ভোটের আগে তৎকালীন বনমন্ত্রীর চোখের জল কেউ ভোলেনি। ২১-এর ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। পরে তৃণমূলে ফিরেও আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু ততদিনে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তাই ফিরে এসেও শক্ত জমিটা পাননি। ঠাঁই হয়েছিল ত্রিপুরায়। আজ দেখতে দেখতে ২৫ সাল। এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট, শ্রীরামপুরে কল্যাণ-রাজীব-প্রবীর ঘোষাল বৈঠকে বদলাল সমীকরণ ?
একুশে বিপুল জয়ের পরেই শুরু হয়েছিল, উলটপূরণ
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেড় ঘণ্টা বৈঠক । সৌজন্য সাক্ষাৎ, দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব, দাবি কল্যাণের।'চোরেদের সমাহার তৃণমূল কংগ্রেস', রাজীব প্রার্থী হলে মানুষ জবাব দেবে, পাল্টা বিজেপি। প্রসঙ্গত, একুশের ভোটের আগে দলে দলে তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিচ্ছিলেন। হেভিওয়েটদের মধ্যে অবশ্যই ছিলেন শুভেন্দু অধিকারী। তার দল ছাড়ার পরেই যেনও 'মোড়ক' লেগেছিল । যদিও দলছাড়ার পরেও যাবতীয় সমীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে, তৃতীয়বারের জন্য দলীয় পতাকা গেঁথেছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিকে বিপুল জয়ের পরেই শুরু হয়েছিল, উলটপূরাণ।
রাজীবের ফেরৎ আসা
যারা গিয়েছিল বিজেপিতে, তাঁদের অধিকাংশই দলেদলে ফিরছিল তৃণমূলে। যদিও ফেরত আসাটা খুব সহজ হয়। ওদিকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাবার পর, কোনওদিন তৃণমূলে নয়, বলার পরেও মত বদল করেছিলেন বাবুল। যোগ দিয়েছিলেন শাসকদল। এসবই ঠিক ছিল, কিন্তু রাজীবের ফেরৎ আসার পর, ঘটনার ঘনঘটা খুব একটা হয়নি। বরং নতুন দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল দেওয়া হয়েছিল ত্রিপুরায়। রাজনৈতিক মহল, তখন তাকে 'বনবাস' বলতেও পিছপা হয়নি।
আরও পড়ুন, চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ! কাঠগড়ায় মানবাজারের TMC নেতা
অবশেষে ছাব্বিশের আগে, ভিজল চিড়ে, রাজীবকে নিয়ে কোনপথে শাসকদল ?
দেখতে দেখতেই উপনির্বাচন, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট প্রায় প্রতিবারই শক্তি বেড়েছে শাসকদলের। তবে রাজীবের সঙ্গে দলের সম্পর্কের উন্নতি নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি। অবশেষে ছাব্বিশের আগে, ভিজল চিড়ে। কোনপথে তাঁর ভবিষ্যত, তৃণমূলের সেই সিদ্ধান্ত সময় হলেই হয়তো জানান দেবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
