Sukhendu Sekhar On RG Kar Case : সুপ্রিম কোর্টে আর জি কর-শুনানির আগে সোশ্যালে আবার বোমা ফাটালেন সুখেন্দুশেখর
আর জি কর কাণ্ড নিয়ে সুখেন্দুশেখর রায়ের মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে।
কলকাতা : সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানির আগে ফের সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সুখেন্দুশেখর রায়।
এক মার্কিন বিচারপতির নাম উল্লেখ করে রাজ্যসভার তৃণমূল সাংসদ লেখেন, ' লার্নেড হ্যান্ড, যিনি ৫২ বছর ধরে নিউ ইয়র্কের ফেডারেল জজ ছিলেন এবং বিল অফ রাইটসের লেখক, তিনি একবার বলেছিলেন, গণতান্ত্রিক কাঠামো ধরে রাখতে গেলে অনুশাসন থাকা উচিত। বিচার পাওয়ার অধিকার সকলের আছে।' এরপর এক্স হ্যান্ডলে তৃণমূল সাংসদ লেখেন, 'উই ডিমান্ড জাস্টিস' ।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন। সেই রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নাতেও বসেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'বুধবার আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও মেয়ে ও ছোট্ট নাতনি আছে। আমাদের গর্জে উঠতে হবে। নারীদের ওপর অত্য়াচার অনেক হয়েছে, নারীদের ওপর অত্য়াচার আর নয়। আসুন একসঙ্গে প্রতিরোধ করি। যাই হোক সবাই আসুন। '
সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলে লিখেছিলেন, 'CBI-কে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও CP-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা, কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল? কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ৩ দিন পর স্নিফার ডগ আনা হল? শত শত প্রশ্ন ঘুরছে। ওদের মুখ খোলান।
পয়লা সেপ্টেম্বর আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শহরজোড়া নাগরিক মিছিলের দিন বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। সোমবার, আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর ভাঙা উইকেটের ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সোশাল মিডিয়ায় লেখেন,মিডল স্টাম্প উপড়ে গেল। এরপর কী? সবমিলিয়ে, আর জি কর কাণ্ড নিয়ে সুখেন্দুশেখর রায়ের মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন :
RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'