Mamata Banerjee: তৃণমূলের জাতীয় স্তরে সভানেত্রী ছাড়া সব পদের আপাতত অবলুপ্তি, ক্ষমতা মমতার হাতেই
TMC National Working Committee: জাতীয় কর্মসমিতির সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
আশাবুল হোসেন, কলকাতা: শনিবার কালীঘাটে (Kalighat) তৃণমূলের (TMC) বৈঠকে জাতীয় কর্মসূচী নিয়ে বড় সিদ্ধান্ত নিল দল। জানান হয়েছে যে, তৃণমূলের জাতীয় স্তরে সমস্ত পদের আপাতত অবলুপ্তি হচ্ছে। তবে জাতীয় কর্মসমিতিতে কারা কারা থাকবেন সেই নাম ঘোষণা হয়েছে আজ। কর্মসমিতির বাকি পদাধিকারীদের নাম পরে ঘোষণা করবেন তৃণমূল নেত্রী, এমনটাই খবর। জাতীয় কর্মসমিতির সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)।
অর্থাৎ তৃণমূলের নেতারা দলে যে পদে ছিলেন, তাঁরা কেউ আপাতত সেই পদে থাকছেন না। তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনার আবহে, দায়িত্বে কি রদবদল হতে পারে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধীরা অবশ্য তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে।
প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, "যদি মনে হয় দলের মধ্যে কোনও থ্রেট আছে, তাহলে অবলুপ্তি ঘটিয়ে ঠিক করবেন"। সামনেই গোয়ার বিধানসভা নির্বাচন। যেখানে এবার তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। মমতা বন্দ্য্যোপাধ্য্যায় স্পষ্ট করে দিয়েছেন, তাঁর টার্গেট এখন ২০২৪’এর লোকসভা ভোট। সেই লক্ষ্যে কি তিনি সর্বভারতীয় স্তরে দায়িত্ব রদবদল করতে পারেন? সেই উত্তর মিলবে পদাধিকারীদের তালিকা সামনে আসার পরই।
এদিন, তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ২০ জনের জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হয় তৃণমূলের তরফে। তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব-সহ ১৯ জনের নাম রয়েছে। মমতা নিজে জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে ঘোষণা করেছেন।