Amit Shah: ফের রাজ্যে আসছেন অমিত শাহ, বড়দিনের শহরে নির্বাচনী রণকৌশল রচনা, বৈঠক বঙ্গ BJP-র সঙ্গে
Lok Sabha Elections 2024: বৃহস্পতিবার দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য় বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও।
কলকাতা: এক মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার রাতে কলকাতায় পা রাখবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। আগামী ২৫ ডিসেমন্বর দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য় বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও। সেখানেই সাহের বঙ্গসফরে সিলমোহর পড়েছে বলে খবর। এর আগে, গত ২৯ নভেম্বর রাজ্যে এসেছিলেন শাহ। (Lok Sabha Elections 2024)
১০০ দিনের টাকা থেকে আবাস ও সড়ক যোজনা, রাজ্যের পাওনা বকেয়া টাকা আদায়ে একদিন আগেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবিদাওয়া নিয়ে হাজির হন। তার পরই শাহের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন সুকান্ত-সৌমিত্র। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় দলের রণকৌশল নিয়ে একদফা আলোচনা হয়েছে সেখানে। রাজ্যে এসে দলের বাকি নেতৃত্বকেও নির্বাচনী রূপরেখা বেঁধে দেবেন শাহ।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে 'সোনার বাংলা' গড়ার রব তুলেছিল বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও সেই স্লোগানকে সামনে রেখেই দল এগোবে। সুকান্ত বা সৌমিত্র এ নিয়ে কোনও মন্তব্য না করলেও, সেই লক্ষ্য নিয়েই আলোচনা হয়েছে বলে খবর। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা হলেও, বাংলায় দলের সাংগঠনিক কাজকর্ম মোটামুটি শাহই সামলান। লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করা, দলকে উদ্বুদ্ধ করতেই শাহ রাজ্যে আসছেন বলে খবর।
রাজ্য নেতৃত্বের পাশাপাশি, জেলার পর্যবেক্ষক, অঞ্চলস্তরের নেতাদেরও শাহের বৈঠকে ডাকা হবে বলে খবর। লোকসভা নির্বাচনের আগে তাঁদের জন্য শাহ কাজ বেঁধে দেবেন, কোন পথ ধরে এগোতে হবে, তার স্পষ্ট রূপরেখা সকলের সামনে তুলে ধরবেন বলে বিজেপি-র একটি সূত্র মারফত জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, আগামী দিনে রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়বে বলেও শোনা যাচ্ছে।
কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে বিজেপি-র নেতৃত্ব বাংলাকে বিশেষ গুরুত্ব দিলেও, জেলাস্তরে বিজেপি-র অন্দরে সংঘাত দেখা দিয়েছে। যত দিন যাচ্ছে, দলের অন্দরে বিদ্রোহীদের সংখ্যা বেড়ে চলেছে। সংগঠনের অবস্থা নিয়ে অভিযোগ উঠছে দলের অন্দর থেকেই। বাঁকুড়ায় এই মুহূর্তে সংঘাত চরমে। সেখানে টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নিয়োগের অভিযোগ উঠছে। জেলা সভাপতির বিরুদ্ধেই কার্যত বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। সেই আবহেই রাজ্যে আসছেন শাহ।