(Source: ECI/ABP News/ABP Majha)
Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়কে নিয়ে ভিন্ন সুর তৃণমূলেই
Arjun Singh On Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়কে নিয়ে তৃণমূলেই ভিন্ন সুর। দলের কোনও একুশ, উনিশ, এগারোর ব্যাপার নেই। দল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে ভালই চলছে, আজ এই কথা বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: জ্যোতিপ্রিয়কে (Jyotipriyo Mallick Arrest) নিয়ে তৃণমূলেই (TMC) ভিন্ন সুর। দলের কোনও একুশ, উনিশ, এগারোর ব্যাপার নেই। দল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বে ভালই চলছে। পার্থ ভৌমিক, রথীন ঘোষের দাবি উড়িয়ে, আজ এই কথা বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Barrackpore MP Arjun Singh)। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
কী জানা গেল?
তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেছিলেন, 'এই যে আড়াই বছর মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা বলেছিলেন নতুন তৃণমূল, একুশের আপনি একটা ঘটনার কথা বলুন, যে ঘটনায় সরকারের দিকে কোনও অভিযোগের আঙুল উঠেছে।' এদিন কার্যত অন্য সুর শোনা গেল ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিংহের কথায়। বললেন, 'দলের কোনও ২১ আর ১৯ আর ১১-র কোনও ব্যাপার নেই। দল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে ভালই চলছে। এটা প্রতিহিংসার রাজনীতি করছে, কেন্দ্রীয় সরকার, তার জন্য সবাইকে এক জায়গায় থাকতে হবে। ২১ আর ১৯ গল্প করে কোনও লাভ নেই।' রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখনও এই ইস্য়ুতে প্রকাশ্য়ে মুখ খোলেননি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যদিও, এরইমধ্য়ে তৃণমূলের একাংশ ২০২১-এর আগে এবং তারপরের মধ্য়ে ফারাক তৈরির চেষ্টা করেছেন! তৃণমূল বিধায়ক ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কথায়, '২০২১-এর পর কী হয়েছে বলুন, নির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই দেখব, কিন্তু তার আগে কী হয়েছে, সেটা আমি কী করে জানব?' কিন্তু, এ বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত ব্য়ারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংয়ের গলায়।
কী বললেন অর্জুন?
ব্যারাকপুরের সাংসদের কথায়, 'যাঁরা এটা করছেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল তৈরি হয়েছিল। দল লড়াই করছে, দল আগামী দিনেও লড়াই করে থাকবে। প্রতিহিংসার রাজনীতি যারা করছে, তাদেরকে এইসব করে আসকারা দেওয়া হচ্ছে।...জ্যোতিপ্রিয় মল্লিক একজন ভাল লোক, আমি মনে করি। যখন ED হেফাজত যখন জেল হেফাজত হবে, তখন ওঁর সঙ্গে আমি দেখা করতে যাব। ওঁর পাশে দাঁড়াব।' তবে রাজনীতিতে যে চিরশত্রু বলে কেউ হয় না, সেটাও আরও একবার স্পষ্ট হয়েছে অর্জুন সিংয়ের কথায়। বিজেপিতে থাকাকালীন খাদ্য দফতরের কেলেঙ্কারি অভিযোগ তুলে, তৎকালীন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেই বারবার বিঁধতেন অর্জুন। এখন সেই অর্জুন সিং তৃণমূলে। তাই তাঁর সুরও বদলেছে জ্য়োতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে।
আরও পড়ুন:তৃণমূল রাজ্যসভা সাংসদের ফ্ল্যাটে দুষ্কৃতী 'হামলা', হইচই আলিপুরদুয়ারে