Suvendu Adhikari: মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের, 'মমতা সরকারের জন্য বড় থাপ্পড়', প্রতিক্রিয়া শুভেন্দুর
Waqf Bill Protest: হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের'

কলকাতা: মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ।
হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যারা জেহাদি, মৌলবাদী এবং পুলিশের দ্বারা আক্রান্ত। এটা মমতা সরকারের জন্য বড় থাপ্পড়। এটা রাজীব কুমারের জন্যও বড় থাপ্পড়।'
ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শনিবার বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হাইকোর্ট কী রায় দিয়েছে?
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে বিচারপতি সৌমেন সেনের মন্তব্য, 'এ ধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। শান্তিরক্ষায় পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ করতে হবে। শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য।'
এদিকে, ওয়াকফ-বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ, ৩জনের মৃ্ত্যু হয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের আগুনে পুড়ছে মুর্শিদাবাদ। ওয়াকফ-অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। সামশেরগঞ্জে বাড়ি থেকে বের করে, কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে। প্রাণ গেল, সুতিতে গুলিবিদ্ধ কিশোরের। গুলিবিদ্ধ আরও ২ কিশোর সহ ৩ জন। সুতি-সামশেরগঞ্জে পুলিশের রুটমার্চ, BSF-এর টহল, তা সত্ত্বেও জায়গায় জায়গায় অশান্তি, হিংসার ঘটনা। দোকানে ভাঙচুর, লুঠপাট করে আগুন ধরিয়ে দেওয়া হল। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় গ্রেফতারির সংখ্য়া শতাধিক।






















