WB HS Results 2023 LIVE: উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, সার্বিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
WB HS Results 2023 Live Updates: এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। ২৪ মে বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবে সংসদ।
LIVE

Background
WB Higher Secondary Results 2023: প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের ফল, পাসের হার ৮৯.২৫ শতাংশ
প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের ফল। পাসের হার ৮৯.২৫ শতাংশ। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে ২ জন। যৌথভাবে তৃতীয় ৪ জন। পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন ৩১ মে।
WB HS Results 2023 LIVE: আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল প্রায় এক মাস
আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল প্রায় এক মাস। সেই সঙ্গে বদল হল পরীক্ষার সময়েও। অন্যদিকে, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার যাবতীয় দায়িত্ব দেওয়া হল স্কুলের হাতে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
WB Higher Secondary Results 2023: সার্বিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। সার্বিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দশম স্থানে কলকাতা। প্রথম ৬টি স্থানে থাকা ২৭ জনের মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া। সপ্তম, অষ্টম ও নবম স্থানে কলকাতার ৩ প্রতিনিধি।
WB HS Results 2023 LIVE: দাঁতে দাঁত চেপে লড়াইয়ে মিলল সাফল্য
পরিবারে আর্থিক স্বচ্ছলতা নেই। দাঁতে দাঁত চেপে লড়াইয়ে মিলল সাফল্য। উচ্চমাধ্যমিকে যৌথভাবে তৃতীয় হয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু ও আলিপুরদুয়ারের পিয়ালি দাস। আর্থিক বাধাকে জয় করার পর এই দুই কৃতীই চান এবার নিজেদের স্বপ্নপূরণ করতে।
WB Higher Secondary Results 2023: মেধাতালিকাতেও একসঙ্গে ভাই-বোন
একজন পঞ্চম, একজন সপ্তম। উচ্চ মাধ্যমিকের ফল হাতে পেতেই এই পরিবারে খুশির পরিমাণ দ্বিগুণ। হুগলির আরামবাগের কাপশিটের কুণ্ডু পরিবার। এই বছর এই পরিবারের দুই সন্তান উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। ফল বেরতে দেখা গেল দুইজনেরই নাম উঠেছে মেধাতালিকায়। একজন সারা রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছেন, আর একজন সারা রাজ্যের মধ্যে সপ্তম।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
