WB HS Results 2023 LIVE: উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, সার্বিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
WB HS Results 2023 Live Updates: এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। ২৪ মে বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবে সংসদ।

Background
কলকাতা : উচ্চমাধ্যমিকের (Higher Secondary) রেজাল্ট (Result) আউট। ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ। এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪।
উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫। দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা। উচ্চমাধ্যমিকে তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪। তৃতীয় চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা। তৃতীয় আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক।
মাধ্যমিকের মতো, উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে bengali.abplive.com-এ। রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
এবছর, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ। ৬০টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষায় বসে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে এই সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে।
প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিট মিলবে ৩১ মে।
এবার যারা উচ্চমাধ্যমিক দিয়েছে, করোনাকালে তারা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষাই তাদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষা।
সেই পরীক্ষার ফলে অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী।
WB Higher Secondary Results 2023: প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের ফল, পাসের হার ৮৯.২৫ শতাংশ
প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের ফল। পাসের হার ৮৯.২৫ শতাংশ। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে ২ জন। যৌথভাবে তৃতীয় ৪ জন। পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন ৩১ মে।
WB HS Results 2023 LIVE: আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল প্রায় এক মাস
আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল প্রায় এক মাস। সেই সঙ্গে বদল হল পরীক্ষার সময়েও। অন্যদিকে, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার যাবতীয় দায়িত্ব দেওয়া হল স্কুলের হাতে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
























