Weather Update: বইবে দমকা হাওয়া, বজায় থাকবে অস্বস্তিও, দক্ষিণবঙ্গে কবে বর্ষা? জানাল আবহাওয়া দফতর
Monsoon Forecast: শনিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। কোথাও কোথাও হালকা, ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: সকালে বৃষ্টি হলেও, বেলা বাড়তেই গুমোট গরম। বর্ষা বঙ্গে পা রাখলেও, পিছু ছাড়ছে না অস্বস্তি। এরই মধ্যে আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।
আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে :
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
17-Jun | 31.0 | 39.0 | Partly cloudy sky | |
18-Jun | 30.0 | 39.0 | Partly cloudy sky | |
19-Jun | 30.0 | 38.0 | Partly cloudy sky | |
20-Jun | 29.0 | 38.0 | Partly cloudy sky | |
21-Jun | 29.0 | 38.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
22-Jun | 29.0 | 37.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
23-Jun | 28.0 | 34.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
আবহাওয়ার আপডেট:
দক্ষিণবঙ্গে কবে পা রাখবে বর্ষা? একেবারে পঞ্জিকা মেনে আষাঢ়স্য দিবসে সেই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তার আগে শনিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। কোথাও কোথাও হালকা, ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। যদিও তারপরও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে, বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। সেখানে আগেই পা রেখেছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার থেকে প্রাক্ বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর বাকি তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।
কলকাতায় মেঘলা আকাশ:
কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। সকালের দিকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হলেও পরে দিনভর অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস