WB Board Madhyamik Result 2024: প্রকাশিত হল মাধ্যমিকের ফল
WBBSE WB Board 10th Result 2024: পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ
কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল (WB Board Madhyamik Result 2024)। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। মোট পাসের হার ৮৬.৩১ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%।
মাধ্যমিকের ফলপ্রকাশ: এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। কলকাতাকে পেছনে ফেলে এবার জয়জয়কার জেলার ফলে। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে পরীক্ষার্থীর সংখ্যা সবথেকে বেশি। ওই জেলা থেকে ৮ জন রয়েছে মেধা তালিকায়। এরপর রয়েছে দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের নাম। প্রতি জেলা থেকেই ৭ জন জায়গা পেয়েছে মেধা তালিকায়। উত্তর ২৪ পরগনা থেকে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ২ জন। কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষেরও বেশি পড়ুয়া। যার মধ্যে এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন।
ফল দেখবেন কীভাবে?
আনুষ্ঠানিক ফল প্রকাশের পর এদিনই ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। দিতে হবে রোল নম্বর এবং জন্মতারিখ। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। পর্ষদ জানিয়েছে, ফল প্রকাশের পর সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে মার্কশিট ও সার্টিফিকেট ৷ আজই সার্টিফিকেট এবং মার্কশিট হাতে পাবে পড়ুয়ারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI