WBJEE Result 2022 Topper: মেধাতালিকায় দুই হিমাংশু, রাজ্য জয়েন্টেও 'নেমসেক'
WBJEE Result 2022: এবার জয়েন্ট এন্ট্রান্সে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী, দু'জনের নামই হিমাংশু শেখর।
![WBJEE Result 2022 Topper: মেধাতালিকায় দুই হিমাংশু, রাজ্য জয়েন্টেও 'নেমসেক' wbjee result namesake, first and second both are himanshu sekhar, shares their experience WBJEE Result 2022 Topper: মেধাতালিকায় দুই হিমাংশু, রাজ্য জয়েন্টেও 'নেমসেক'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/17/493579093a1beb34326776feb963de31_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেরও নেমসেক। প্রথম ও দ্বিতীয় দুজনেরই নাম একেবারে এক। এবার জয়েন্ট এন্ট্রান্সে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী, দু'জনের নামই হিমাংশু শেখর। প্রথম হওয়া হিমাংশু ব্যারাকপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানাধিকারী হিমাংশু শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুলে পাঠরত। মেধাতালিকায় একেবারে এক নাম, এক পদবীর ঘটনা নতুন নয়। এর আগে উচ্চমাধ্যমিকেও একই ঘটনা ঘটেছিল উচ্চ মাধ্যমিকে তো মেধাতালিকায় থাকা এক পড়ুয়ার নামের সঙ্গে মিলছিল রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুরও।
প্রথম স্থানাধিকারী হিমাংশু শেখরের আইআইটি-তে পড়ার ইচ্ছে রয়েছে। তিনি জানালেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তাঁর। অনলাইনে পড়াশোনা করতে বেশি সুবিধা হয়েছে বলে জানালেন তিনি। ইন্টারনেট ছিল, ক্লাস করতে সুবিধা হয়েছিল। অন্যদিকে মনোযোগ নষ্ট হওয়ার কোনও সমস্যা হয় না বলে জানিয়েছেন তিনি। এবিপি আনন্দের অনুষ্ঠানে একে অপরকে শুভেচ্ছাও জানিয়েছেন দুই হিমাংশু।
View this post on Instagram
আগেও এমন ঘটনা:
ফিজিক্স অলিম্পিয়াডেও একই ঘটনা। সেখানেও একই ঘটনা ঘটেছিল। কেমন ছিল সে অভিজ্ঞতা? প্রথম স্থানাধিকারি হিমাংশু শেখর বলেন, সেখানে তিনি নিজের নাম দেখতে পেয়েছিলেন। কিন্তু পাশের স্কুলের নাম অন্য ছিল। তখন ধন্দে পড়েছিলেন তিনি। এবিপি আনন্দের অনুষ্ঠানে এমন অভিজ্ঞতার কথা তুলে ধরতেই চমক। জানা যায়, যাঁর নাম তালিকায় ছিল, তিনি হলেন দ্বিতীয় হিমাংশু শেখর।
আরও পড়ুন: সকালে স্কুল, বিকেলে প্রস্তুতি, টানা অধ্যাবসায়ে সফল জাহ্নবী
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)