Remal Cyclone Update: আজ সন্ধের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেবে গভীর নিম্নচাপ, কাল সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়
Remal Cyclone News: কলকাতা সহ দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
ঝিলম করঞ্জাই, কলকাতা: ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল' (Remal Cyclone Update)। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে।
রেমাল নিয়ে বাড়ছে শঙ্কা: আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কাল সকালের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূলবর্তী জেলায় প্রবল বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকালে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। সাগরদ্বীপের দক্ষিণে ৪২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। এই মুহূর্তে ক্যানিং থেকে ৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সন্ধের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রবিবার সকালের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। অগ্রসহ হবে উত্তর দিকে। আগামীকাল রাত ১১টা থেকে ১টার মধ্যে আছড়ে পড়বে। আছড়ে পড়ার সময় সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার। কলকাতা সহ দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। আজ, শনিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ায়। বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে। রবিবার হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রামে ঝড় ও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেআলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার থেকে এরাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করবে। কমবে বৃষ্টির পরিমাণও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়