Weather Forecast: শক্তি বাড়ছে নিম্নচাপের, দক্ষিণবঙ্গের ৭ জেলাতে প্রবল-ঝড়-বৃষ্টি, এই দিন থেকে শুরু হবে দুর্যোগ
Weather Forecast: আগামী ২৭ মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দুই দিনের মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দেশে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। এরই মধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ। বেলায় মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। গরম ও অস্বস্তিও থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়তে পারে। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই।
পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী ২৭ মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দুই দিনের মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ পেয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে। মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল ১৩ মে। নির্ধারিত দিনের আগেই কেরলে ও বর্ষামঙ্গল। আট দিন আগে কেরলে ঢুকেছে বর্ষা। বাংলাতেও আগাম বর্ষার অনুমান আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গে আজ সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ আলকা মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। নয় জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
বুধবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দক্ষিণ বঙ্গের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলাতে। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।
শুক্র শনিবারেও বৃষ্টির সম্ভাবনা বেশি হবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সব জেলাতেই মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সাত জেলাতে। হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে, ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
এবার উত্তরবঙ্গেও শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের ৭ জেলাতেও ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বুধবার থেকে বৃষ্টি বাড়বে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির আশঙ্কা।






















