Hooghly Weather Update: আজ হুগলিতে পারদ ৪০-এর কোঠায়, সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।
Hooghly Weather Update: আজ ১৬ জুন, ২০২৩- শুক্রবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন রয়েছে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৮৩ শতাংশ। অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে আজ হাঁসফাঁস গরমে অসহনীয় অবস্থা তৈরি হয়েছে। সকাল থেকেই আবহাওয়ায় ধোঁয়াশা থাকবে। মেঘ রয়েছে আকাশ। অতিরিক্ত আর্দ্রতায় প্রবল গরম অনুভূত হচ্ছে। রাতের দিকেও আজ আকাশ মেঘলাই থাকবে। অত্যধিক আর্দ্রতার কারণে হাঁসফাঁস অবস্থা বজায় থাকবে আজ রাতের বেলাতেও। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলাতেও বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩৫ কিলোমিটারের কাছাকাছি। সারাদিনই আজ গুমোট ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা থাকবে। সকাল থেকে তীব্র গরমে হাঁসফাঁস করবেন হুগলিবাসী। প্রবল আর্দ্রতা বজায় থাকবে। অসহনীয় পরিবেশ এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজ সারাদিন। বাইরে সরাসরি রোদে যতটা সম্ভব কম থাকার চেষ্টা করবেন।
সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৪টে ৫১ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ২২ মিনিটে।
হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়।
উত্তর ভিজলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। জ্বালাপোড়া গরম থেকে নিস্তার কবে ? এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মধ্যে। চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় সকলেই। সবাই জানতে চান দুটো প্রশ্নের উত্তর। গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? এই পরিস্থিতিতে অবশ্য শেষমেশ স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ১৮ জুন পর্যন্ত। আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলায় পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু (Monsoon Update)।
আরও পড়ূন- চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?