Hooghly Weather Update: সকাল থেকেই মুখভার আকাশের, বিক্ষিপ্ত বৃষ্টি হুগলি জেলার বিভিন্ন অংশে
Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।
Hooghly Weather Update: আজ ২৬ সেপ্টেম্বর সোমবার, ২০২২- হুগলি জেলার আবহাওয়া (Hooghly Weather Today) কেমন রয়েছে দেখে নিন। সকাল থেকেই মেঘলা আকাশ (Hooghly Weather Forecast) রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হয়েছে হুগলি জেলার (Hooghly Weather Update) বেশ কিছু অংশে। আজ দক্ষিণবঙ্গের এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাবেন হুগলির বাসিন্দারা। তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে বজায় থাকবে অস্বস্তি। দিনের বেলায় বেশিরভাগ সময়েই আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে রাতের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে।
আগামীকাল অর্থাৎ ২৭ সেপ্টেম্বর হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হাওয়ার গতিবেগ থাকতে পারে গড়ে ঘণ্টায় ৬ কিলোমিটার। আকাশ বেশিরভাগই মেঘলা থাকবে প্রায় ৮৪ শতাংশ। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৯ শতাংশ। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে।
গত রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তার প্রভাবে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হয়েছিল। গতকাল অর্থাৎ বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছিল নিম্নচাপ। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।
সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ২৬ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ২৯ মিনিটে।
হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।