Hooghly Weather Update: দিনে রোদ-মেঘের খেলা, রাতে আবহাওয়ায় ধোঁয়াশা, আজ হুগলির আবহাওয়া কেমন?
Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।
Hooghly Weather Update: আজ ৩ ফেব্রুয়ারি, ২০২৩- শুক্রবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৬৮ শতাংশ। আজ দিনে আবহাওয়া আংশিক রোদঝলমলে থাকবে। রাতে আবহাওয়ায় ধোঁয়াশা থাকবে। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩২ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭ কিলোমিটারের কাছাকাছি। বিগত কয়েকদিন ধরে দিনেরবেলায় ভালই গরম অনুভূত হচ্ছিল। সূর্যাস্তের পর কিছুটা ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছিল বাতাসে। রাতের দিকে শিরশিরানি থাকছে আবহাওয়ায়। তবে আজ থেকে সকালেও শীতের আমেজ পাওয়া যেতে পারে। তাপমাত্রাও কিছুটা কমেছে। সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া।
সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৬টা ১৫ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ২৫ মিনিটে।
হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।
উত্তুরে হাওয়ার (Northern Wind) হাত ধরে রাজ্যে (West Bengal) ফিরল শীতের (Winter) আমেজ। একদিনে প্রায় ৩ ডিগ্রি নামল তাপমাত্রা (Temperature)। বুধবারের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে আরও কমতে পারে ঠান্ডা। কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এ তো একেবারে উলট পুরাণ। মাঘ পড়লেও গত কয়েকদিন রাজ্যে ঠান্ডার দেখা মেলেনি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি পার করেছিল। কিন্তু বৃহস্পতিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি। সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া। সকাল-সন্ধেয় শীতের আমেজ মাখল রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার, শনিবার এবং রবিবার তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। আর অন্যান্য জেলায় তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির কাছাকাছি। এও জানান হয়েছে, ফের উত্তুরে হাওয়ায় বাড়বে ঠান্ডা। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলের জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ৩ দিন কুয়াশার দাপট চলবে।
আরও পড়ুন- দেড় বছর আগে রহস্যমৃত্যু, CBI-তদন্তের নির্দেশ হাইকোর্টের