Purba and Paschim Burdwan Weather : দিনভর মেঘের ঘনঘটা, দুই বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস
Weather Update News of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৬ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
বাতাস- ১৯ কিমি/ঘণ্টা
আর্দ্রতা - ৭৭ শতাংশ
সূর্যোদয়- সকাল ৪টা ৫৪ মিনিট
সূর্যাস্ত- ৬টা ২৮ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ২৭ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার।
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather)-
মেঘলা আকাশ মঙ্গলবার সকাল থেকেই । ঘনিয়ে এল অন্ধকার। সপ্তাহের প্রথম কাজের দিনেও ভারী বৃষ্টিতে স্নান করেছে তিলোত্তমা। মঙ্গলেও তেমনই ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বৃষ্টি হবে প্রায় সব জেলাতে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল সাড়ে ৯ টার মধ্যে কলকাতার আকাশে ঘন মেঘের আনাগোনা হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। সতর্ক করল আবহাওয়া দফতর। সেই সঙ্গে বইতে পারে হাওয়া। আকাশে দেখা দিতে পারে বিদ্যুতের ঝলক।
সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে । বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বর্ষার শুরুর দিকেই বজ্রপাতে মৃত্যুর খবর মিলেছে পশ্চিমবঙ্গের জেলা থেকে। বজ্রপাত থেকে সতর্ক থাকার কথা বলেছে আবহাওয়া দফতর।
বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সমান তালে। মঙ্গলবার সকালে পূর্বাভাস , কলকাতায় এদিন মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দিনভর।