Kolkata Weather Update: ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রা, তীব্র দাবদাহে জ্বলছে কলকাতা! কবে স্বস্তির বৃষ্টি?
Rain Forecast Kolkata: কলকাতায় আজ গরমে চরম অস্বস্তিকর পরিস্থিতি। বেলা যত বাড়বে গরমে হাঁসফাঁস বাড়বে

কলকাতা: গতকাল আর আজকের মধ্যে আবহাওয়ায় তেমন পার্থক্য নেই। বাইরে বেরোলেই কার্যত হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমে কার্যত বাইরে বেরনো যাচ্ছে না। জেলার পাশাপাশি একই অবস্থা কলকাতারও। আর কতদিন কলকাতায় বজায় থাকবে এই আবহাওয়া? আগামীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি? জেনে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট।
কলকাতায় আজ গরমে চরম অস্বস্তিকর পরিস্থিতি। বেলা যত বাড়বে গরমে হাঁসফাঁস বাড়বে। ক্রমশ জলীয় বাষ্প কমে শুকনো গরমের সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়ায় গরম চলবে বুধবার পর্যন্ত। শহরে বৃষ্টির সম্ভাবনা কম।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮২ শতাংশ।
ভিনরাজ্যের কথা বলতে গেলে, উত্তরবঙ্গ ও সিকিমে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রবল বর্ষণের সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারি বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে। অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা অন্ধ্রপ্রদেশ আসাম মেঘালয় ছত্রিশগড় রাজস্থান হরিয়ানা চন্ডিগড় দিল্লী জম্মু-কাশ্মীর লাদাখ কেরাল মাহে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া পাঞ্জাব তেলেঙ্গানা মধ্যপ্রদেশ এবং বাংলাতে। এই রাজ্যগুলি থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। হালকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশংকা থাকবে মধ্যপ্রদেশ গুজরাট হিমাচল প্রদেশ কর্ণাটক ঝাড়খন্ড তামিলনাড়ু পন্ডিচেরি বিদর্ভতে। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে বিহার, বাংলা এবং সিকিমে। গরম এবং অস্বস্তিকার আবহাওয়া ঝাড়খন্ড কেরালা মাহে তামিলনাড়ু পন্ডিচেরি রাজ্যে।
মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস।






















